চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় মাইনুল ইসলাম পাভেল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পাভেল উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী নুরুল ইসলামের ছেলে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ বৃহস্পতিবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাভেলের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে মাইনুল ইসলাম পাভেলের সাথে ‘কিশোর গ্যাংয়ের’ নেতা মেহেরাজ গ্রুপের সদস্য একই গ্রামের রাফির বাগ্বিতণ্ডা হয়। এর পর থেকেই মেহেরাজ গ্রুপ দীর্ঘদিন পাভেলের ওপর নজর রাখে। কখন সে নানা বাড়ি ধোপাখিলাতে আসবে। গত বৃহস্পতিবার বিকেলে পাভেল নানা বাড়িতে আসলে মেহেরাজ গ্রুপ বিষয়টি জানতে পারে। সন্ধ্যায় পাভেল তাঁর নানা বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে মেহেরাজ গ্রুপ খবর পেয়ে জানতে পেরে মোটরসাইকেলে করে মাঠে আসে। এ সময় মেহেরাজ গ্রুপ ব্যাডমিন্টন আগে খেলবে বললে পাভেলের সঙ্গে উপস্থিতদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয়রা আরও জানান, এরই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরাজ, সালমান, রাকিব, জয় ও রাকিব ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় পাভেলের বন্ধু সিয়াম, রবিন, সৈকত ও বিজয় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তাঁরাও আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে গ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম, রবিন ও সৈকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত পাভেলের মামাতো ভাই আহত রাকিব বলেন, ‘পাভেল মহিপাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ করে সালমান, জয় ও রাকিব নামে কয়েকজন তাদের খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে, তোমরা এখন মাঠ থেকে উঠে যাও, আমরা খেলব। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। পাভেল প্রতিবাদ করলে সালমান গং মুঠোফোনে তাদের গ্রুপের অপর সদস্যদের খবর দিলে তাৎক্ষণিক বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অন্যান্য সদস্যরা হাতে ধারালো অস্ত্র নিয়ে পাভেলসহ কয়েকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় পাভেল, সিয়াম, রবিন, সৈকত ও বিজয়সহ চারজন আহত হয়। আমরা চিৎকার শুনে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জানতে পারি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য।’
আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কিশোর গ্যাং নেতা মেহেরাজের অত্যাচারে কয়েকটি গ্রামের যুব সমাজ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে কলেজছাত্র মাইনুল ইসলাম পাভেলকে কুপিয়ে হত্যা করে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাইনুল ইসলাম পাভেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় মাইনুল ইসলাম পাভেল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পাভেল উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী নুরুল ইসলামের ছেলে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ বৃহস্পতিবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাভেলের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে মাইনুল ইসলাম পাভেলের সাথে ‘কিশোর গ্যাংয়ের’ নেতা মেহেরাজ গ্রুপের সদস্য একই গ্রামের রাফির বাগ্বিতণ্ডা হয়। এর পর থেকেই মেহেরাজ গ্রুপ দীর্ঘদিন পাভেলের ওপর নজর রাখে। কখন সে নানা বাড়ি ধোপাখিলাতে আসবে। গত বৃহস্পতিবার বিকেলে পাভেল নানা বাড়িতে আসলে মেহেরাজ গ্রুপ বিষয়টি জানতে পারে। সন্ধ্যায় পাভেল তাঁর নানা বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে মেহেরাজ গ্রুপ খবর পেয়ে জানতে পেরে মোটরসাইকেলে করে মাঠে আসে। এ সময় মেহেরাজ গ্রুপ ব্যাডমিন্টন আগে খেলবে বললে পাভেলের সঙ্গে উপস্থিতদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয়রা আরও জানান, এরই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরাজ, সালমান, রাকিব, জয় ও রাকিব ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় পাভেলের বন্ধু সিয়াম, রবিন, সৈকত ও বিজয় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তাঁরাও আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে গ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম, রবিন ও সৈকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত পাভেলের মামাতো ভাই আহত রাকিব বলেন, ‘পাভেল মহিপাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ করে সালমান, জয় ও রাকিব নামে কয়েকজন তাদের খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে, তোমরা এখন মাঠ থেকে উঠে যাও, আমরা খেলব। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। পাভেল প্রতিবাদ করলে সালমান গং মুঠোফোনে তাদের গ্রুপের অপর সদস্যদের খবর দিলে তাৎক্ষণিক বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অন্যান্য সদস্যরা হাতে ধারালো অস্ত্র নিয়ে পাভেলসহ কয়েকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় পাভেল, সিয়াম, রবিন, সৈকত ও বিজয়সহ চারজন আহত হয়। আমরা চিৎকার শুনে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জানতে পারি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য।’
আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কিশোর গ্যাং নেতা মেহেরাজের অত্যাচারে কয়েকটি গ্রামের যুব সমাজ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে কলেজছাত্র মাইনুল ইসলাম পাভেলকে কুপিয়ে হত্যা করে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাইনুল ইসলাম পাভেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৩ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে