নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর মাইজদী ম্যাট্স ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে অন্য সব ডিপ্লোমা খাতে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাট্স ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ফলে দেশের সব সরকারি-বেসরকারি ম্যাট্স শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাঁদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়েছে। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়ে বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাঁদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় বক্তব্য দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাফফার, মোশাররফ হোসেন, রাসেল, মাহবুব, আজগর হোসেন রাজু, আলা উদ্দিন ফায়েল প্রমুখ।

নোয়াখালীতে ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর মাইজদী ম্যাট্স ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে অন্য সব ডিপ্লোমা খাতে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাট্স ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ফলে দেশের সব সরকারি-বেসরকারি ম্যাট্স শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাঁদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়েছে। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়ে বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাঁদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় বক্তব্য দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাফফার, মোশাররফ হোসেন, রাসেল, মাহবুব, আজগর হোসেন রাজু, আলা উদ্দিন ফায়েল প্রমুখ।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২১ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৩ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে