চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নতুন কমিটি গঠনের পাঁচদিনের মাথায় বহিরাগতদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন। তবে মিছিলে সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের তিনজনই উপস্থিত ছিলেন না। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করে সটকে পড়েছেন। তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন সভাপতি।
আজ বুধবার সকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মিছিলটি মূল ক্যাম্পাসের বাইরে দুই নম্বর ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সভাপতি ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
নতুন কমিটির পাঁচ সদস্যের অন্তত দুইজন আজকের পত্রিকাকে বলেন, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে মূল ক্যাম্পাসের বাইরে ঝটিকা মিছিল করেছেন। এর দ্বারা তিনি প্রকারান্তরে সংগঠনকে ছোট করেছেন।
তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহশিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনকে অন্যরা সহযোগিতা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।’
মূল ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবো না। আমরা কার্যক্রম মাত্র শুরু করেছি। আমরা ধীরে সুস্থে আগাচ্ছি।’
এর আগে গত শুক্রবার দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে পাঁচ সদস্যের তিনজনই কমিটির বিষয়ে নিজেদের অসন্তোষের বিষয় গণমাধ্যমকে জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত সোমবার ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

নতুন কমিটি গঠনের পাঁচদিনের মাথায় বহিরাগতদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন। তবে মিছিলে সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের তিনজনই উপস্থিত ছিলেন না। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করে সটকে পড়েছেন। তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন সভাপতি।
আজ বুধবার সকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মিছিলটি মূল ক্যাম্পাসের বাইরে দুই নম্বর ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সভাপতি ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
নতুন কমিটির পাঁচ সদস্যের অন্তত দুইজন আজকের পত্রিকাকে বলেন, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে মূল ক্যাম্পাসের বাইরে ঝটিকা মিছিল করেছেন। এর দ্বারা তিনি প্রকারান্তরে সংগঠনকে ছোট করেছেন।
তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহশিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনকে অন্যরা সহযোগিতা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।’
মূল ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবো না। আমরা কার্যক্রম মাত্র শুরু করেছি। আমরা ধীরে সুস্থে আগাচ্ছি।’
এর আগে গত শুক্রবার দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে পাঁচ সদস্যের তিনজনই কমিটির বিষয়ে নিজেদের অসন্তোষের বিষয় গণমাধ্যমকে জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত সোমবার ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে