লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়।
সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়।
সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে