লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে