নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।

পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪২ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে