রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় নিজের ঘর থেকে জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘি এলাকায় গণির বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত জাহেদা আফরিন নোয়াপাড়া ইউনিয়নের মো. ইসমাইলের স্ত্রী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে।
জাহেদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ আগস্ট মো. ইসমাইলের সঙ্গে জাহেদা আফরিনের বিয়ে হয়। নিহতের শাশুড়ি ৪০ দিন আগে মারা যান। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আজ (শুক্রবার) সকালে জাহেদা আফরিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ইসমাইলের পরিবারের লোকজন।
মৃত জাহেদার ভাই মো. ইব্রাহিম বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।’
মৃতের স্বামী ইসমাইল বলেন, ‘গতকাল রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসঙ্গে নাশতা করেছিলাম। কিন্তু কী হয়ে গেল বুঝতে পারছি না।’
স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ বলেন, ‘সকাল ৯টার দিকে আমাকে ইসমাইলের মোবাইল থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আমি গিয়ে দরজা খোলা অবস্থায় এবং মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর মরদেহ খাটে পড়ে থাকতে দেখি। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।’

চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় নিজের ঘর থেকে জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘি এলাকায় গণির বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত জাহেদা আফরিন নোয়াপাড়া ইউনিয়নের মো. ইসমাইলের স্ত্রী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে।
জাহেদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ আগস্ট মো. ইসমাইলের সঙ্গে জাহেদা আফরিনের বিয়ে হয়। নিহতের শাশুড়ি ৪০ দিন আগে মারা যান। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আজ (শুক্রবার) সকালে জাহেদা আফরিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ইসমাইলের পরিবারের লোকজন।
মৃত জাহেদার ভাই মো. ইব্রাহিম বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।’
মৃতের স্বামী ইসমাইল বলেন, ‘গতকাল রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসঙ্গে নাশতা করেছিলাম। কিন্তু কী হয়ে গেল বুঝতে পারছি না।’
স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ বলেন, ‘সকাল ৯টার দিকে আমাকে ইসমাইলের মোবাইল থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আমি গিয়ে দরজা খোলা অবস্থায় এবং মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর মরদেহ খাটে পড়ে থাকতে দেখি। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৮ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে