কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৯ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে