Ajker Patrika

খোলা পেট্রল বিক্রির দায়ে কর্ণফুলীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
খোলা পেট্রল বিক্রির দায়ে কর্ণফুলীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিয়ম–নীতি না মেনে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রির দায়ে চট্টগ্রামের কর্ণফুলীতে ছয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

প্রতিষ্ঠানগুলো হলো মা বাবা এন্টারপ্রাইজ, শাহ্ জালাল ওয়েল সাপ্লায়ার্স, শাহ্ জালাল ওয়েল সাপ্লায়ার্স-২, শাহ ছমিয়া অটোমোবাইল, আবুল কালাম এন্টারপ্রাইজ ও মাহাবাবু অ্যান্ড কোম্পানি। 

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘দোকানের সামনে বোতলে সারি করে রাখা পেট্রল, ডিজেল ও অকটেন নিয়ম–নীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি বিক্রি করছেন দোকানিরা। খোলা তেল বিক্রিতে নাশকতার আশঙ্কা থাকে। পাশাপাশি রয়েছে দুর্ঘটনার শঙ্কা, অথচ জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি অত্যাবশ্যক। 

কিন্তু কোনো ধরনের অনুমিত ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করছেন দোকানিরা। জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত