হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর নোয়াখালীর হাতিয়া উপজেলার ইব্রাহিম মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), মো. ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় হওয়া সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে জহির উদ্দিন বাবরের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। আব্দুর রহমান নামে অপর একজনের মাথা কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাতেই জেলা সদরে পাঠানো হয়। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে সাগরিয়া বাজারে তাঁদের আগে থেকে নির্ধারণ করা পথসভা ছিল। পথসভার জন্য লোকজন ৮ নম্বর ওয়ার্ড থেকে সাগরিয়া বাজারে আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন।
ফখরুল ইসলাম আরও বলেন, ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। এ ঘটনায় একজনের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সাগরিয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেই। পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা বলতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসেবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাস্টারসহ অনেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নির্বাচন করছেন।

হাতিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর নোয়াখালীর হাতিয়া উপজেলার ইব্রাহিম মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), মো. ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় হওয়া সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে জহির উদ্দিন বাবরের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। আব্দুর রহমান নামে অপর একজনের মাথা কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাতেই জেলা সদরে পাঠানো হয়। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে সাগরিয়া বাজারে তাঁদের আগে থেকে নির্ধারণ করা পথসভা ছিল। পথসভার জন্য লোকজন ৮ নম্বর ওয়ার্ড থেকে সাগরিয়া বাজারে আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন।
ফখরুল ইসলাম আরও বলেন, ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। এ ঘটনায় একজনের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সাগরিয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেই। পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা বলতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসেবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাস্টারসহ অনেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নির্বাচন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে