চবি প্রতিনিধি

তীব্র শীতের ভোরে বাবার হাত ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান নাশিতা তাসনিম। চোখভরা স্বপ্ন আর বুকভরা সাহস নিয়ে বাবার দোয়াসহ হলে প্রবেশ করেন তিনি। বাইরে অপেক্ষায় ছিলেন বাবা। কিন্তু মেয়ের পরীক্ষাকেন্দ্রে ঢোকার কিছুক্ষণ পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন সাহসের বাতিঘর সেই বাবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন আজ শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন মো. ইব্রাহিম খলিল (৬০) নামের ওই অভিভাবক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের বাড়ি কুমিল্লা জেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি বাসায় বসবাস করে আসছেন। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থতা বোধ করার পর তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, তিনি বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রব হলে গিয়ে ইব্রাহিম খলিলকে অসুস্থ দেখে অন্য ছাত্রদের ডাকাডাকি করেন। পরে একটি রুমে তাঁকে বিশ্রামের জন্য নেওয়া হলে সেখানেই তিনি হেলে পড়েন এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। হলের শিক্ষার্থীরা চাকসু প্রতিনিধিদের কল দিলে চবি মেডিকেলের ডাক্তাররা সেখানে যান। ডাক্তাররা দ্রুত চমেকে পাঠান এবং সেখান থেকে পারিবারিক তত্ত্বাবধানে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চবি চিফ মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই, কিন্তু তখনই তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক অবস্থার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। পরে নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত ইব্রাহিম খলিলের প্রতিবেশী মো. মিজানুর রহমান বলেন, ইব্রাহিম খলিলের মেয়ে নাশিতা চট্টগ্রামের কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া নাশিতার সঙ্গে তাঁর বাবাও গিয়েছিলেন। এর মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম খলিলের মৃত্যু হয়েছে। তাঁর লাশ বাসায় পৌঁছেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৭ হাজার ৩৬২ জন, উপস্থিতির হার ৯২ শতাংশ। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের দুইসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

তীব্র শীতের ভোরে বাবার হাত ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান নাশিতা তাসনিম। চোখভরা স্বপ্ন আর বুকভরা সাহস নিয়ে বাবার দোয়াসহ হলে প্রবেশ করেন তিনি। বাইরে অপেক্ষায় ছিলেন বাবা। কিন্তু মেয়ের পরীক্ষাকেন্দ্রে ঢোকার কিছুক্ষণ পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন সাহসের বাতিঘর সেই বাবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন আজ শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন মো. ইব্রাহিম খলিল (৬০) নামের ওই অভিভাবক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের বাড়ি কুমিল্লা জেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি বাসায় বসবাস করে আসছেন। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থতা বোধ করার পর তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, তিনি বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রব হলে গিয়ে ইব্রাহিম খলিলকে অসুস্থ দেখে অন্য ছাত্রদের ডাকাডাকি করেন। পরে একটি রুমে তাঁকে বিশ্রামের জন্য নেওয়া হলে সেখানেই তিনি হেলে পড়েন এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। হলের শিক্ষার্থীরা চাকসু প্রতিনিধিদের কল দিলে চবি মেডিকেলের ডাক্তাররা সেখানে যান। ডাক্তাররা দ্রুত চমেকে পাঠান এবং সেখান থেকে পারিবারিক তত্ত্বাবধানে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চবি চিফ মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই, কিন্তু তখনই তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক অবস্থার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। পরে নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত ইব্রাহিম খলিলের প্রতিবেশী মো. মিজানুর রহমান বলেন, ইব্রাহিম খলিলের মেয়ে নাশিতা চট্টগ্রামের কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া নাশিতার সঙ্গে তাঁর বাবাও গিয়েছিলেন। এর মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম খলিলের মৃত্যু হয়েছে। তাঁর লাশ বাসায় পৌঁছেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৭ হাজার ৩৬২ জন, উপস্থিতির হার ৯২ শতাংশ। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের দুইসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
২৮ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে এক বাসায় পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর কারওয়ান বাজারে আজ রোববার সকালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের ‘অবস্থান কর্মসূচি’ পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয়।
২ ঘণ্টা আগে
সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন জানান, রাতে বাড়ির টিনের বেড়ায় আঘাত করে বাইরে থেকে বলা হচ্ছিল, তারা প্রশাসনের লোক। একপর্যায়ে তারা টিনের বেড়া ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তিনি তাঁর স্বামীকে কম্বল দিয়ে জড়িয়ে লুকিয়ে রাখেন। তারপরও তারা কম্বলের ওপর দিয়ে উপর্যুপরি গুলি করে।
২ ঘণ্টা আগে