টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের একটি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিউইন। বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারও রয়েছেন।
সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকাল ৯টার দিকে নৌপথে নাফনদী হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় মিয়ানমার প্রতিনিধিদলের সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
আগামীকাল বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপির বিভাগীয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বছরের ৩০ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।

বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের একটি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিউইন। বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারও রয়েছেন।
সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকাল ৯টার দিকে নৌপথে নাফনদী হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় মিয়ানমার প্রতিনিধিদলের সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
আগামীকাল বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপির বিভাগীয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বছরের ৩০ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১৯ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে