রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কবলে পড়ে গত সোমবার রাতে নিখোঁজ ১০ জেলের মধ্যে সাতজন বাড়িতে ফিরে এসেছেন। তবে আজ বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ ৩ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খুঁজতে মেঘনার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্বজন ও সহকর্মীরা। ওই পরিবারগুলোতে কান্নার রোল পড়েছে।
নিখোঁজ জেলেরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।
এদিকে ফিরে আসা জেলেরা হলেন চর কাছিয়া গ্রামের খালেক বেপারী ছেলে রাসেল বেপারী (৩০), রাশেদ বেপারী (১৬), ছোয়াব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮), রাজু বেপারীর ছেলে বাচ্চু বেপারী (২৪), মজিব মোল্লার ছেলে জুনু মোল্লা (২৬), আক্কাছ আলী ভূঁইয়ার ছেলে মো. হাসান (১৮) ও নুর নবী চৌকিদারের ছেলে মো. জুয়েল (১৬)।
জেলে রাসেল হাওলাদার বলেন, মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকলেও উত্তাল নদীতে বেশি মাছ পাওয়া যাবে এমন আশায় আমরা নদীতে জাল ফেলি। ওই সময় আমাদের প্রতিবেশী মাইনু মোল্লার নৌকার তলা ফেটে যায়। ওই নৌকাটিকে আমাদের নৌকার সঙ্গে বেঁধে নেই। এরপর হঠাৎ করে ঝোড়ো হাওয়ায় আমাদের নৌকাটিও উলটে যায়।
নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম বলেন, ‘আমার স্বামী ঝড়ের মধ্যে নদীতে যেতে চাননি। কিন্তু আগে মহাজন রাসেল বেপারীর কাছ থেকে অগ্রিম ৫০০ টাকা নেওয়ায় তিনি মাছ ধরতে যেতে বাধ্য করেন।’
এ বিষয়ে জানতে নৌকার মালিক রাসেল বেপারীর বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর বাবা খালেক বেপারী জানিয়েছেন দুটি নৌকায় করে আমরা মেঘনার বিভিন্ন সম্ভাব্য স্থানে নিখোঁজ তিনজনকে খুঁজছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লিটনের বাবা আবুল কাশেম থানায় নিখোঁজের ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা খোঁজ নেব।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কবলে পড়ে গত সোমবার রাতে নিখোঁজ ১০ জেলের মধ্যে সাতজন বাড়িতে ফিরে এসেছেন। তবে আজ বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ ৩ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খুঁজতে মেঘনার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্বজন ও সহকর্মীরা। ওই পরিবারগুলোতে কান্নার রোল পড়েছে।
নিখোঁজ জেলেরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।
এদিকে ফিরে আসা জেলেরা হলেন চর কাছিয়া গ্রামের খালেক বেপারী ছেলে রাসেল বেপারী (৩০), রাশেদ বেপারী (১৬), ছোয়াব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮), রাজু বেপারীর ছেলে বাচ্চু বেপারী (২৪), মজিব মোল্লার ছেলে জুনু মোল্লা (২৬), আক্কাছ আলী ভূঁইয়ার ছেলে মো. হাসান (১৮) ও নুর নবী চৌকিদারের ছেলে মো. জুয়েল (১৬)।
জেলে রাসেল হাওলাদার বলেন, মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকলেও উত্তাল নদীতে বেশি মাছ পাওয়া যাবে এমন আশায় আমরা নদীতে জাল ফেলি। ওই সময় আমাদের প্রতিবেশী মাইনু মোল্লার নৌকার তলা ফেটে যায়। ওই নৌকাটিকে আমাদের নৌকার সঙ্গে বেঁধে নেই। এরপর হঠাৎ করে ঝোড়ো হাওয়ায় আমাদের নৌকাটিও উলটে যায়।
নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম বলেন, ‘আমার স্বামী ঝড়ের মধ্যে নদীতে যেতে চাননি। কিন্তু আগে মহাজন রাসেল বেপারীর কাছ থেকে অগ্রিম ৫০০ টাকা নেওয়ায় তিনি মাছ ধরতে যেতে বাধ্য করেন।’
এ বিষয়ে জানতে নৌকার মালিক রাসেল বেপারীর বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর বাবা খালেক বেপারী জানিয়েছেন দুটি নৌকায় করে আমরা মেঘনার বিভিন্ন সম্ভাব্য স্থানে নিখোঁজ তিনজনকে খুঁজছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লিটনের বাবা আবুল কাশেম থানায় নিখোঁজের ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা খোঁজ নেব।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে