
সরকারের এপিসি প্রকল্প এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে শিশুদের সুরক্ষায় কমিউনিটি আর্ট উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডেপুটি কমিশনার আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষাবিষয়ক ম্যানেজার এলিসা কাল্পনা, চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ।
আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, বাংলাদেশের ‘ভিশন ২০৪১’ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ ব্যাপক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সৃজনশীল কর্মকাণ্ড মানুষের দেখার দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দেয়। এ ধরনের উদ্যোগের কারণেই শিশু ও শিশু-কিশোরদের সৃজনশীল করতে সহায়তা করবে।
চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কাল্পনা বলেন, ইউনিসেফ মানুষকে সংযুক্ত করতে এবং শিশুদের জন্য একটি প্রতিরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে শিল্পকলার শক্তিতে বিশ্বাস করে। এই প্রকল্প শিশু সুরক্ষা শক্তিশালী করার জাতীয় কর্মসূচির অংশ, যা স্থানীয় নেতৃত্বে শিশুর জন্য সুরক্ষা পরিবেশ গ্রাম পর্যায় পর্যন্ত নিশ্চিত করে। এই পর্যন্ত প্রায় ১০০০ শিশু সুরক্ষা ‘কমিউনিটি হাব’ তৈরি হয়েছে, যা স্থানীয় নেতৃত্ব অথবা সরকারি সহযোগিতায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩ সালে মাত্র তিন মাসে ৪৪ লাখ শিশু ও তাদের অভিভাবকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি শিশুকে সুরক্ষা প্রদানের এই কর্মসূচিকে টেকসই করার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতাকে তিনি স্বাগত জানিয়েছেন।
ইউনিসেফ ৭০ জন কমিউনিটি আর্টিস্টকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আন্তর্জাতিক চিত্রশিল্পী লিন্ডা ভেলেন্তেকে নিয়োগ দেয়। প্রথম কর্মশালার দ্বিতীয় অংশে লিন্ডা ভেলেন্তে শিল্পকলা সম্পর্কে ৭০ জন কমিউনিটি আর্টিস্টের মধ্য থেকে এই কর্মশালায় ১৩ জন আর্টিস্টকে তাঁদের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেন এবং ১৩ জন কমিউনিটি আর্টিস্ট ও ১৩ জন শিশুসহ শিল্প কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সরকারের এপিসি প্রকল্প এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে শিশুদের সুরক্ষায় কমিউনিটি আর্ট উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডেপুটি কমিশনার আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষাবিষয়ক ম্যানেজার এলিসা কাল্পনা, চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ।
আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, বাংলাদেশের ‘ভিশন ২০৪১’ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ ব্যাপক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সৃজনশীল কর্মকাণ্ড মানুষের দেখার দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দেয়। এ ধরনের উদ্যোগের কারণেই শিশু ও শিশু-কিশোরদের সৃজনশীল করতে সহায়তা করবে।
চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কাল্পনা বলেন, ইউনিসেফ মানুষকে সংযুক্ত করতে এবং শিশুদের জন্য একটি প্রতিরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে শিল্পকলার শক্তিতে বিশ্বাস করে। এই প্রকল্প শিশু সুরক্ষা শক্তিশালী করার জাতীয় কর্মসূচির অংশ, যা স্থানীয় নেতৃত্বে শিশুর জন্য সুরক্ষা পরিবেশ গ্রাম পর্যায় পর্যন্ত নিশ্চিত করে। এই পর্যন্ত প্রায় ১০০০ শিশু সুরক্ষা ‘কমিউনিটি হাব’ তৈরি হয়েছে, যা স্থানীয় নেতৃত্ব অথবা সরকারি সহযোগিতায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩ সালে মাত্র তিন মাসে ৪৪ লাখ শিশু ও তাদের অভিভাবকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি শিশুকে সুরক্ষা প্রদানের এই কর্মসূচিকে টেকসই করার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতাকে তিনি স্বাগত জানিয়েছেন।
ইউনিসেফ ৭০ জন কমিউনিটি আর্টিস্টকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আন্তর্জাতিক চিত্রশিল্পী লিন্ডা ভেলেন্তেকে নিয়োগ দেয়। প্রথম কর্মশালার দ্বিতীয় অংশে লিন্ডা ভেলেন্তে শিল্পকলা সম্পর্কে ৭০ জন কমিউনিটি আর্টিস্টের মধ্য থেকে এই কর্মশালায় ১৩ জন আর্টিস্টকে তাঁদের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেন এবং ১৩ জন কমিউনিটি আর্টিস্ট ও ১৩ জন শিশুসহ শিল্প কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে