চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঈদের লম্বা ছুটি শেষে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বহু মানুষ যানবাহনের অপেক্ষায় ভিড় করেন। বাসগুলোয় আসন খালি নেই। বিকেলে বাসস্ট্যান্ডে দেখা যায়, শত শত মানুষ বাসের অপেক্ষায়। অধিকাংশ বাসে আসন আগে থেকে বুকিং থাকায় অতিরিক্ত যাত্রী নিতে চালকেরা অপারগতা প্রকাশ করছেন।
ফেনী থেকে ঢাকাগামী বাস স্টার লাইন কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। তবে বাসের আসনগুলো আগে থেকেই বুকিং করা হয়ে গেছে। এ জন্য তারা নতুন কোনো আসন বিক্রি করছে না। কর্মজীবী মানুষ মনে করছেন, আগামীকাল শনিবার ছুটির শেষ দিনে রাস্তায় আরও মানুষের ভিড় থাকবে। তাই এক দিন হাতে রেখেই তাঁরা শহরে ফিরতে চান। কিন্তু পরিবহনসংকটের কারণে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্টার লাইন পরিবহনের চৌদ্দগ্রাম বুকিং কাউন্টারের সুপারভাইজার আব্দুল করিম বলেন, ‘ঈদের পরদিন থেকেই স্টার লাইনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। তাই আমরা নতুন কোনো টিকিট বিক্রি করতে পারছি না। শুক্র ও শনিবার গন্তব্যে পৌঁছানোর জন্য টিকিটের আশায় যাঁরা কাউন্টারে আসছেন, আমরা তাঁদের টিকিট দিতে পারছি না।’
শাহেদুর আমার নামের এক ব্যক্তি বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি অফিসে চাকরি করি। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার জন্য দুপুরে বাড়ি থেকে বের হই। বাসে কোনো সিট পাচ্ছি না, আর গাড়ি চালকেরা অতিরিক্ত যাত্রী নিচ্ছেন না। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও এখনো কোনো গাড়ির টিকিট পাচ্ছি না। কী করে ঢাকা যাব, চিন্তায় পড়ে গেলাম। আগামীকাল আরও বেশি ভিড় হবে। কারণ, রোববার থেকে অফিস-আদালতের কার্যক্রম শুরু হবে।’
সুরাইয়া সুলতানা নামের এক কলেজছাত্রী বলেন, ‘আমি ঢাকার তিতুমীর কলেজে লেখাপড়া করি। ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার জন্য সকাল ১০টায় বাসা থেকে বের হই। কোনো গাড়ির টিকিট পাইনি। বাজারে এক নিকটাত্মীয়ের বাসায় অপেক্ষা করেছিলাম, হয়তো বিকেলে গাড়ি পাব। এখন দেখি, সকাল থেকে বিকেলে আরও বেশি ভিড়। কোনো গাড়ির টিকিট পাচ্ছি না। ঢাকায় যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।’
ঢাকাগামী সিডিএম পরিবহনের চালক রুবেল মিয়া বলেন, ‘গত শনিবার ঈদ শেষ হলেও এর মধ্যে যাত্রীদের ভিড় তেমন ছিল না। আজ সকাল থেকে সড়কে অতিরিক্ত যাত্রী। আমরা গাড়িতে সিটের বাইরে অতিরিক্ত যাত্রী নিতে চাচ্ছি না। অতিরিক্ত যাত্রী নিলে সিটের যাত্রীরা আমাদের সঙ্গে রাগারাগি করেন। তাই অতিরিক্ত যাত্রী আমরা নিতে পারছি না।’

ঈদের লম্বা ছুটি শেষে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বহু মানুষ যানবাহনের অপেক্ষায় ভিড় করেন। বাসগুলোয় আসন খালি নেই। বিকেলে বাসস্ট্যান্ডে দেখা যায়, শত শত মানুষ বাসের অপেক্ষায়। অধিকাংশ বাসে আসন আগে থেকে বুকিং থাকায় অতিরিক্ত যাত্রী নিতে চালকেরা অপারগতা প্রকাশ করছেন।
ফেনী থেকে ঢাকাগামী বাস স্টার লাইন কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। তবে বাসের আসনগুলো আগে থেকেই বুকিং করা হয়ে গেছে। এ জন্য তারা নতুন কোনো আসন বিক্রি করছে না। কর্মজীবী মানুষ মনে করছেন, আগামীকাল শনিবার ছুটির শেষ দিনে রাস্তায় আরও মানুষের ভিড় থাকবে। তাই এক দিন হাতে রেখেই তাঁরা শহরে ফিরতে চান। কিন্তু পরিবহনসংকটের কারণে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্টার লাইন পরিবহনের চৌদ্দগ্রাম বুকিং কাউন্টারের সুপারভাইজার আব্দুল করিম বলেন, ‘ঈদের পরদিন থেকেই স্টার লাইনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। তাই আমরা নতুন কোনো টিকিট বিক্রি করতে পারছি না। শুক্র ও শনিবার গন্তব্যে পৌঁছানোর জন্য টিকিটের আশায় যাঁরা কাউন্টারে আসছেন, আমরা তাঁদের টিকিট দিতে পারছি না।’
শাহেদুর আমার নামের এক ব্যক্তি বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি অফিসে চাকরি করি। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার জন্য দুপুরে বাড়ি থেকে বের হই। বাসে কোনো সিট পাচ্ছি না, আর গাড়ি চালকেরা অতিরিক্ত যাত্রী নিচ্ছেন না। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও এখনো কোনো গাড়ির টিকিট পাচ্ছি না। কী করে ঢাকা যাব, চিন্তায় পড়ে গেলাম। আগামীকাল আরও বেশি ভিড় হবে। কারণ, রোববার থেকে অফিস-আদালতের কার্যক্রম শুরু হবে।’
সুরাইয়া সুলতানা নামের এক কলেজছাত্রী বলেন, ‘আমি ঢাকার তিতুমীর কলেজে লেখাপড়া করি। ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার জন্য সকাল ১০টায় বাসা থেকে বের হই। কোনো গাড়ির টিকিট পাইনি। বাজারে এক নিকটাত্মীয়ের বাসায় অপেক্ষা করেছিলাম, হয়তো বিকেলে গাড়ি পাব। এখন দেখি, সকাল থেকে বিকেলে আরও বেশি ভিড়। কোনো গাড়ির টিকিট পাচ্ছি না। ঢাকায় যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।’
ঢাকাগামী সিডিএম পরিবহনের চালক রুবেল মিয়া বলেন, ‘গত শনিবার ঈদ শেষ হলেও এর মধ্যে যাত্রীদের ভিড় তেমন ছিল না। আজ সকাল থেকে সড়কে অতিরিক্ত যাত্রী। আমরা গাড়িতে সিটের বাইরে অতিরিক্ত যাত্রী নিতে চাচ্ছি না। অতিরিক্ত যাত্রী নিলে সিটের যাত্রীরা আমাদের সঙ্গে রাগারাগি করেন। তাই অতিরিক্ত যাত্রী আমরা নিতে পারছি না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে