Ajker Patrika

অবরোধের প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দর-কাস্টমসে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবরোধের প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দর-কাস্টমসে

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে তেমন কোনো প্রভাব পড়েনি। বন্দরে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য খালাসসহ বন্দরের বিভিন্ন ইয়ার্ড থেকে পণ্য খালাস হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অবরোধের প্রভাবে সকালে কন্টেইনার ডেলিভারির সংখ্যা কম ছিল। দুপুরের পর থেকে স্বাভাবিক হতে থাকে।

তিনি বলেন, আজ দুই থেকে আড়াই হাজার কন্টেইনার ডেলিভারির জন্য ইনডেন্ট দেওয়া হয়েছে। অন চেচিজ কন্টেইনারও ডেলিভারি নেওয়া হচ্ছে। অবরোধের প্রথম দিনে কাস্টমস হাউসের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক সময়ের মতোই শুল্কায়ন কার্যক্রম হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, অবরোধে বন্দর ও কাস্টম হাউসে তেমন কোনো প্রভাব পড়েনি। কাস্টমস হাউসে অন্যান্য দিনের মতো শুল্কায়ন হয়েছে। বন্দরেও পণ্য ডেলিভারিসহ স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে অন্য দিনের তুলনায় কিছুটা কম হয়েছে।

চট্টগ্রাম বন্দরে কাজ করেন ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট মেসার্স তাকি এন্টারপ্রাইজের মালিক মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসে শুল্কায়নসহ স্বাভাবিক হয়েছে। বন্দরে স্থানীয় পণ্য ডেলিভারি হয়েছে। তবে দূরপাল্লার পণ্য ডেলিভারি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত