নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে