নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে