সবুর শুভ, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরে বসবাস প্রায় ৮০ লাখ মানুষের। কিন্তু এই বিপুল জনসংখ্যার অনুপাতে এখানে বড় আয়তনের কোনো উদ্যান নেই। আছে ছোট দুটি উদ্যান। এর মধ্যে ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় আগ্রাবাদ জাম্বুরি পার্ক। অপরটি নগরীর কেন্দ্রস্থল ষোলশহরের বিপ্লব উদ্যান। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ১৯৭৯ সালে দুই একর জায়গার ওপর গড়ে তোলা হয় উদ্যানটি।
বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারকও। এখান থেকেই ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। প্রতিরোধ যুদ্ধের কথা উল্লেখ করে স্থাপন করা ফলকে থাকা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামই পরবর্তীকালে এই উদ্যানের জন্য কাল হয়ে দাঁড়ায়। সবুজে ঢাকা ছোট্ট এই উদ্যানে বারবার আগ্রাসী আঁচড় পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়রদের। একের পর এক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে লিজ দিয়ে উদ্যানকে ইটপাথরের জঞ্জালে পরিণত করা হয়েছে। তবে বর্তমান সিটি মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ওই উদ্যানে আবারও প্রাণ ফেরানোর ঘোষণা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় সবুজের সমারোহ ছিল বিপ্লব উদ্যানে। উদ্যানের ফোয়ারাগুলোয় ছিল পদ্ম ও শাপলার রাজত্ব। ছিল ছোট ছোট মাছে ভরপুর উন্মুক্ত চৌবাচ্চা। যান্ত্রিক জীবনে একটু স্বস্তির নিশ্বাস নিতে বিকেল হলেই নগরবাসী ছুটে আসত উন্মুক্ত উদ্যানে। কিন্তু এখন দোকান ও ইটপাথরের জঞ্জালের কারণে এখানে স্বস্তির নিশ্বাস ফেলা দায়।
সিটি করপোরেশনের তথ্যমতে, সবুজে সমৃদ্ধ বিপ্লব উদ্যানের মনোরম পরিবেশ ধ্বংসের কাজ প্রথম শুরু করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সৌন্দর্যবর্ধনের নামে ২০১৮ সালের ১ নভেম্বর রিফর্ম ও স্টাইল লিভিং আর্কিটেক্টস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরমেয়াদি একটি চুক্তি সম্পাদন করেন তিনি। এর আওতায় উদ্যানের একপাশে ২০টি দোকান নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। দোকানগুলো নাছিরের পছন্দের লোকেদের কাছেই বরাদ্দ দেওয়া হয়। এরপরও কিছু সবুজ অবশিষ্ট ছিল উদ্যানে। সর্বশেষ মেয়র (বর্তমানে অপসারিত) ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে ২০২৩ সালের ২২ আগস্ট নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সিটি করপোরেশন। চুক্তির অংশ হিসেবে উদ্যানের অবশিষ্ট জায়গায় ২০০ ফুট দীর্ঘ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে সর্বশেষ আদালতের আদেশে সম্প্রতি মেয়রের দায়িত্বে আসা বিএনপি নেতা শাহাদাত হোসেন উদ্যানটিকে আবারও সবুজে ভরিয়ে দিতে জঞ্জাল পরিষ্কারের ঘোষণা দিয়েছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিপ্লব উদ্যানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘বিগত সরকারের উচিত ছিল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক এই স্থাপনাকে সংরক্ষণ করা। কিন্তু তারা করেছে উল্টো। শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে বিপ্লব উদ্যানকে ক্ষতবিক্ষত করেছে, পরিণত করেছে জঞ্জালে।’

চট্টগ্রাম শহরে বসবাস প্রায় ৮০ লাখ মানুষের। কিন্তু এই বিপুল জনসংখ্যার অনুপাতে এখানে বড় আয়তনের কোনো উদ্যান নেই। আছে ছোট দুটি উদ্যান। এর মধ্যে ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় আগ্রাবাদ জাম্বুরি পার্ক। অপরটি নগরীর কেন্দ্রস্থল ষোলশহরের বিপ্লব উদ্যান। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ১৯৭৯ সালে দুই একর জায়গার ওপর গড়ে তোলা হয় উদ্যানটি।
বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারকও। এখান থেকেই ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। প্রতিরোধ যুদ্ধের কথা উল্লেখ করে স্থাপন করা ফলকে থাকা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামই পরবর্তীকালে এই উদ্যানের জন্য কাল হয়ে দাঁড়ায়। সবুজে ঢাকা ছোট্ট এই উদ্যানে বারবার আগ্রাসী আঁচড় পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়রদের। একের পর এক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে লিজ দিয়ে উদ্যানকে ইটপাথরের জঞ্জালে পরিণত করা হয়েছে। তবে বর্তমান সিটি মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ওই উদ্যানে আবারও প্রাণ ফেরানোর ঘোষণা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় সবুজের সমারোহ ছিল বিপ্লব উদ্যানে। উদ্যানের ফোয়ারাগুলোয় ছিল পদ্ম ও শাপলার রাজত্ব। ছিল ছোট ছোট মাছে ভরপুর উন্মুক্ত চৌবাচ্চা। যান্ত্রিক জীবনে একটু স্বস্তির নিশ্বাস নিতে বিকেল হলেই নগরবাসী ছুটে আসত উন্মুক্ত উদ্যানে। কিন্তু এখন দোকান ও ইটপাথরের জঞ্জালের কারণে এখানে স্বস্তির নিশ্বাস ফেলা দায়।
সিটি করপোরেশনের তথ্যমতে, সবুজে সমৃদ্ধ বিপ্লব উদ্যানের মনোরম পরিবেশ ধ্বংসের কাজ প্রথম শুরু করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সৌন্দর্যবর্ধনের নামে ২০১৮ সালের ১ নভেম্বর রিফর্ম ও স্টাইল লিভিং আর্কিটেক্টস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরমেয়াদি একটি চুক্তি সম্পাদন করেন তিনি। এর আওতায় উদ্যানের একপাশে ২০টি দোকান নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। দোকানগুলো নাছিরের পছন্দের লোকেদের কাছেই বরাদ্দ দেওয়া হয়। এরপরও কিছু সবুজ অবশিষ্ট ছিল উদ্যানে। সর্বশেষ মেয়র (বর্তমানে অপসারিত) ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে ২০২৩ সালের ২২ আগস্ট নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সিটি করপোরেশন। চুক্তির অংশ হিসেবে উদ্যানের অবশিষ্ট জায়গায় ২০০ ফুট দীর্ঘ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে সর্বশেষ আদালতের আদেশে সম্প্রতি মেয়রের দায়িত্বে আসা বিএনপি নেতা শাহাদাত হোসেন উদ্যানটিকে আবারও সবুজে ভরিয়ে দিতে জঞ্জাল পরিষ্কারের ঘোষণা দিয়েছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিপ্লব উদ্যানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘বিগত সরকারের উচিত ছিল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক এই স্থাপনাকে সংরক্ষণ করা। কিন্তু তারা করেছে উল্টো। শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে বিপ্লব উদ্যানকে ক্ষতবিক্ষত করেছে, পরিণত করেছে জঞ্জালে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে