এম নুরুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক সুরক্ষা ভাতাভোগীদের ভাতার টাকা চলে যাচ্ছে প্রতারকদের মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে। এক হাজারের বেশি ভাতাভোগীর অসচেতনতার সুযোগকে কাজে লাগিয়ে তাঁরা সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে। গত ৩১ আগস্ট উপজেলার অনুষ্ঠিত মাসিক সভায় এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। পরে সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসারদের বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪ হাজার ৫০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধাভোগীদের ইতিপূর্বে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হতো। পরে ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের ডিজিটাল (অনলাইন) পদ্ধতির আওতায় আনা হয়। এতে ব্যাংকের পরিবর্তে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা দেওয়া শুরু হয়।
আর এটি চালু করতে গিয়ে অজ্ঞতাবশত ভুল নম্বর এন্ট্রি করেন অনেক ভাতাভোগী। অনেকের নিজস্ব মোবাইল ফোনের অভাবে ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণা না থাকায় বিপাকে পড়েন। এ সুযোগে প্রতারকেরা সাহায্যের নামে নিজেদের মোবাইল ব্যাংকিংয়ের নম্বরটি এন্ট্রি ফরমে লিখে দেন। সেই থেকে ভাতাভোগীদের টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। আর এটি বুঝতেও কয়েক মাস পার হয়ে যায়।
উপজেলা সমাজসেবা অফিসের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সারা দেশের মতো আনোয়ারাতেও ১১ ইউনিয়নে সব ভাতাভোগীকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ভাতাভোগীদের মধ্যে এক হাজারের বেশি উপকারভোগীর তিন মাস বা তার অধিক মাসের ভাতা নানা কারণে অজ্ঞাত ব্যক্তিদের মোবাইল অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা তাঁরা জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পারি, উপকারভোগী কিছু ব্যক্তির নিজস্ব মোবাইল না থাকা, ভুল মোবাইল নম্বর এন্ট্রি হওয়া, মোবাইলের ব্যবহার না জানায় প্রতারিত হন। এ ছাড়া কিছু ব্যক্তি পরিবারের লোকদের দ্বারাও প্রতারণার শিকার হয়ে এ সমস্যায় পড়েছেন।’
এমনই একজন ভাতাভোগী রায়পুর ইউনিয়নের আবু ছৈয়দ। তিনি বলেন, ভাতাভোগী হিসেবে নিবন্ধিত হলেও তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা আসছে না। এ ব্যাপারে তিনি সমাজসেবা অফিসে গিয়ে অভিযোগ করেছেন। কিন্তু এখনো টাকা পাচ্ছেন না।
আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, বর্তমানে আনোয়ারার ১১ ইউনিয়নে ৮ হাজার ৯০০ ব্যক্তি বয়স্ক, ২ হাজার ৫৫০ নারী ও বিধবা ভাতা পান। এ ছাড়া প্রতিবন্ধী ভাতা পান ৩ হাজার ৫০ জন। এর মধ্যে এক হাজারের বেশি উপকারভোগীর কয়েক মাসের ভাতা তাঁদের মোবাইলে না গিয়ে অজ্ঞাত ব্যক্তির মোবাইলে চলে গেছে। উপকারভোগীরা জানেন না কে বা কারা তাঁদের টাকা পাচ্ছে।
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘ভাতাভোগীদের অনেকের নিজস্ব মোবাইল না থাকা, ভুল মোবাইল নম্বর তালিকা ভুক্ত করা আবার অনেকে মোবাইলের ব্যবহার না জানার কারণে এ সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সে জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসারদের ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্তের পর ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্ট কোনো বিভাগের গাফিলতি আছে কিনা বা এ কাজে জড়িত কারা তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক সুরক্ষা ভাতাভোগীদের ভাতার টাকা চলে যাচ্ছে প্রতারকদের মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে। এক হাজারের বেশি ভাতাভোগীর অসচেতনতার সুযোগকে কাজে লাগিয়ে তাঁরা সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে। গত ৩১ আগস্ট উপজেলার অনুষ্ঠিত মাসিক সভায় এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। পরে সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসারদের বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪ হাজার ৫০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধাভোগীদের ইতিপূর্বে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হতো। পরে ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের ডিজিটাল (অনলাইন) পদ্ধতির আওতায় আনা হয়। এতে ব্যাংকের পরিবর্তে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা দেওয়া শুরু হয়।
আর এটি চালু করতে গিয়ে অজ্ঞতাবশত ভুল নম্বর এন্ট্রি করেন অনেক ভাতাভোগী। অনেকের নিজস্ব মোবাইল ফোনের অভাবে ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণা না থাকায় বিপাকে পড়েন। এ সুযোগে প্রতারকেরা সাহায্যের নামে নিজেদের মোবাইল ব্যাংকিংয়ের নম্বরটি এন্ট্রি ফরমে লিখে দেন। সেই থেকে ভাতাভোগীদের টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। আর এটি বুঝতেও কয়েক মাস পার হয়ে যায়।
উপজেলা সমাজসেবা অফিসের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সারা দেশের মতো আনোয়ারাতেও ১১ ইউনিয়নে সব ভাতাভোগীকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ভাতাভোগীদের মধ্যে এক হাজারের বেশি উপকারভোগীর তিন মাস বা তার অধিক মাসের ভাতা নানা কারণে অজ্ঞাত ব্যক্তিদের মোবাইল অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা তাঁরা জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পারি, উপকারভোগী কিছু ব্যক্তির নিজস্ব মোবাইল না থাকা, ভুল মোবাইল নম্বর এন্ট্রি হওয়া, মোবাইলের ব্যবহার না জানায় প্রতারিত হন। এ ছাড়া কিছু ব্যক্তি পরিবারের লোকদের দ্বারাও প্রতারণার শিকার হয়ে এ সমস্যায় পড়েছেন।’
এমনই একজন ভাতাভোগী রায়পুর ইউনিয়নের আবু ছৈয়দ। তিনি বলেন, ভাতাভোগী হিসেবে নিবন্ধিত হলেও তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা আসছে না। এ ব্যাপারে তিনি সমাজসেবা অফিসে গিয়ে অভিযোগ করেছেন। কিন্তু এখনো টাকা পাচ্ছেন না।
আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, বর্তমানে আনোয়ারার ১১ ইউনিয়নে ৮ হাজার ৯০০ ব্যক্তি বয়স্ক, ২ হাজার ৫৫০ নারী ও বিধবা ভাতা পান। এ ছাড়া প্রতিবন্ধী ভাতা পান ৩ হাজার ৫০ জন। এর মধ্যে এক হাজারের বেশি উপকারভোগীর কয়েক মাসের ভাতা তাঁদের মোবাইলে না গিয়ে অজ্ঞাত ব্যক্তির মোবাইলে চলে গেছে। উপকারভোগীরা জানেন না কে বা কারা তাঁদের টাকা পাচ্ছে।
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘ভাতাভোগীদের অনেকের নিজস্ব মোবাইল না থাকা, ভুল মোবাইল নম্বর তালিকা ভুক্ত করা আবার অনেকে মোবাইলের ব্যবহার না জানার কারণে এ সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সে জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসারদের ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্তের পর ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্ট কোনো বিভাগের গাফিলতি আছে কিনা বা এ কাজে জড়িত কারা তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে