নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে পদোন্নতি বঞ্চিত ও আওয়ামী লীগ শাসনামলে শ্রমিক–কর্মচারীদের বদলি–হয়রানি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও মিলছে না সুরাহা। উল্টো আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতারা সাধারণ কর্মচারী–শ্রমিকদের হয়রানি করছে—এমন অভিযোগ ভুক্তভোগীদের।
এসব বিষয় নিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের সামনে সমাবেশ করেন শ্রমিক–কর্মচারীরা। মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে এই সমাবেশ হয়।
বিক্ষুব্ধ শ্রমিক–কর্মচারীদের দাবি, পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করে স্ব স্ব কর্মস্থলে ফিরিয়ে আনা, তদন্ত কমিটি গঠন করে শ্রমিক–কর্মচারীদের সামগ্রিক বৈষম্য নিরসন ও হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সঙ্গে সংশ্লিষ্ট সিবিএ নেতারা এখনো বহাল তবিয়তে আছেন, তাঁদের অপসারণ করারও দাবি জানিয়েছেন তাঁরা।
মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশেদ জামাল বলেন, ‘প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোম্পানির এমডি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে শ্রমিক–কর্মচারীদেরকে যখন–তখন নির্বিচারে অমানবিকভাবে বদলি করেছে। সারা বছর শ্রমিক–কর্মচারীরা বদলি আতঙ্কে দিন কাটিয়েছে। সিবিএর বিরোধী হওয়ার কারণে বছর শেষে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে।’ অনতিবিলম্বে তদন্ত কমিটি গঠন করে সব বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন এই নেতা।
তিনি বলেন, আমাদের দাবিগুলো নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে গিয়েছিলাম। তাঁর কাছে দীর্ঘ দুই মাস ধরনা দিয়েছি। তিনি কথা দিয়েও কথা রাখেননি।
মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মো. নুর নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—মো. ইমরান, মো. মইনুল ইসলাম ও মাসুক মাহতাব প্রমুখ।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে পদোন্নতি বঞ্চিত ও আওয়ামী লীগ শাসনামলে শ্রমিক–কর্মচারীদের বদলি–হয়রানি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও মিলছে না সুরাহা। উল্টো আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতারা সাধারণ কর্মচারী–শ্রমিকদের হয়রানি করছে—এমন অভিযোগ ভুক্তভোগীদের।
এসব বিষয় নিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের সামনে সমাবেশ করেন শ্রমিক–কর্মচারীরা। মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে এই সমাবেশ হয়।
বিক্ষুব্ধ শ্রমিক–কর্মচারীদের দাবি, পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করে স্ব স্ব কর্মস্থলে ফিরিয়ে আনা, তদন্ত কমিটি গঠন করে শ্রমিক–কর্মচারীদের সামগ্রিক বৈষম্য নিরসন ও হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সঙ্গে সংশ্লিষ্ট সিবিএ নেতারা এখনো বহাল তবিয়তে আছেন, তাঁদের অপসারণ করারও দাবি জানিয়েছেন তাঁরা।
মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশেদ জামাল বলেন, ‘প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোম্পানির এমডি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে শ্রমিক–কর্মচারীদেরকে যখন–তখন নির্বিচারে অমানবিকভাবে বদলি করেছে। সারা বছর শ্রমিক–কর্মচারীরা বদলি আতঙ্কে দিন কাটিয়েছে। সিবিএর বিরোধী হওয়ার কারণে বছর শেষে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে।’ অনতিবিলম্বে তদন্ত কমিটি গঠন করে সব বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন এই নেতা।
তিনি বলেন, আমাদের দাবিগুলো নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে গিয়েছিলাম। তাঁর কাছে দীর্ঘ দুই মাস ধরনা দিয়েছি। তিনি কথা দিয়েও কথা রাখেননি।
মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মো. নুর নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—মো. ইমরান, মো. মইনুল ইসলাম ও মাসুক মাহতাব প্রমুখ।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে