কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার কুতুবদিয়া চ্যানেল চর। এই চরে ২০১১-১২ সালে বনায়ন করা হয় ১০ একর প্যারাবন। এই প্যারাবনে বর্তমানে রয়েছে প্রায় ৫ হাজার বাইনগাছ। সমুদ্রের জোয়ারের বিপক্ষে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বনের প্রতিটি গাছের উচ্চতা ৮-১২ ফুট।
সম্প্রতি সবুজ আচ্ছাদিত এই বনের দক্ষিণ অংশে ফেলা হচ্ছে বালু। বালুর নিচে চাপা পড়ে ধ্বংস হচ্ছে উপকূল রক্ষায় অতিপ্রয়োজনীয় এ প্যারাবন।
সরেজমিনে দেখা যায়, মগনামা লঞ্চঘাটের দক্ষিণ পাশে নদীর চরে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ফেলা হচ্ছে। কুতুবদিয়া চ্যানেলে ড্রেজার বসিয়ে পাইপের সাহায্যে বালু প্যারাবনে ফেলা হচ্ছে। এতে প্যারাবনের গাছ বালুর নিচে চাপা পড়ে শ্বাসমূল নষ্ট হয়ে মারা যাচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, ইতিমধ্যে অন্তত ১০০ গাছ ধ্বংস হয়েছে।
এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী মাসউদ বিন জলিল বলেন, ‘উপকূলীয় বন বিভাগের মগনামা বন বিটের ২০০ গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন। অনতিবিলম্বে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
বালু উত্তোলনের কাজে নিয়োজিত মোস্তাক মিয়া বলেন, ‘মগনামা লঞ্চঘাট স্টেশনের দক্ষিণ পাশের কালভার্ট প্রশস্ত করতে একটি বাইপাস সড়ক বানানো হচ্ছে। এতে সাগর থেকে বালু এনে প্যারাবনের পাশে রাখা হচ্ছে, যা পরে জিও ব্যাগে ভরে বাইপাস সড়কের কাজে লাগানো হচ্ছে। এটি বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের কাজের অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের পক্ষে আমি এ কাজ করছি। পাশাপাশি আমরা প্যারাবনের ক্ষতি কম করার চেষ্টা করছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মহসিন আহমেদ বলেন, ‘ক্ষতির বিষয়টি জানতে পেরে প্যারাবনে বালু ফেলা আমরা বন্ধ রেখেছি।’
এ বিষয়ে মগনামা উপকূলীয় বন বিট কর্মকর্তা মো. মোবারক বলেন, ‘প্যারাবনে বালু না ফেলতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করছেন না। জনবলের সংকটের কারণে সার্বক্ষণিকভাবে তা আমরা নজরদারি করতে পারছি না। প্যারাবন ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ‘প্যারাবন ধ্বংসের বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে