
এমভি আবদুল্লাহর পাশেই থাকা দুটি স্পিডবোটে তিনজন করে জলদস্যু। সেই স্পিডবোটের মাঝখানে সমুদ্রের পানিতে দুটি টাকার ব্যাগ ফেলা চলে যায় বিশেষ উড়োযান। একটি স্পিডবোট ভেসে থাকা সেই টাকার ব্যাগ সংগ্রহ করে। এবার উড়োযানটি ঘুরে এসে তৃতীয় টাকার ব্যাগটি ফেলে দুটি স্পিডবোটের একটু দূরে। জিম্মি এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুরা দেখিয়ে দেন, তৃতীয় সেই টাকার ব্যাগটি। টাকা পেয়ে এবার জলদস্যুদের একজন বলে ওঠেন, ‘ইউ আর ফ্রি।’
এরপর জাহাজটির ক্যাপ্টেন ২৩ নাবিকের নাম ধরে পরিচয় করিয়ে দেন। এরও পর দুবাইয়ের পথে রওনা দেয় ৩১ দিন জিম্মি থাকা জাহাজ এমভি আবদুল্লাহ।
ইংরেজি তিন শব্দের বাক্য। কিন্তু এই ছোট্ট লাইনে জড়িয়ে ছিলে দীর্ঘ সময়ের আতঙ্ক ও অপেক্ষা। লাইনটি শোনার পর জিম্মি নাবিকেরা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
মুক্তির পর এমভি আবদুল্লাহর মালিকপক্ষ থেকে দেওয়া ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে বিশেষ উড়োযানে টাকার ফেলার দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, টাকা সংগ্রহের কাজে দুটি স্পিডবোট ও এমভি আবদুল্লায় পজিশন নিয়ে থাকা জলদস্যুদের। প্রথমে উড়োযানটি একটি টাকার ব্যাগ সমুদ্রে ফেলে। এরপর সেই টাকার ব্যাগ একটি স্পিডবোট গিয়ে নিয়ে আসে। উড়োজাহাজটি ৪০ সেকেন্ডের মধ্যে আবারও ঘুরে এসে দ্বিতীয় টাকার ব্যাগটি ফেলে। সেটিও একটি স্পিডবোট গিয়ে সংগ্রহ করে। তবে, তৃতীয় টাকার ব্যাগ দুটি স্পিডবোট থেকে একটু দূরে ফেলা হয়। সেটিও সংগ্রহ করে জলদস্যুরা। তারপর এমভি আবদুল্লায় থাকা জলদস্যুদের বলতে শোনা যায়, ‘ইউ ক্যান গো। ইউ আর ফ্রি নাউ।’
তখন জিম্মি নাবিকেরা খুশিতে চিৎকার করতে থাকেন। তারপর একে একে ২৩ জন নাবিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেন ওই জাহাজের ক্যাপ্টেন।
জাহাজটির ক্যাপ্টেনকে বলতে শোনা যায়, ‘এই জাহাজের সবকিছু অক্ষত আছে। ইঞ্জিন ভালো আছে। নাবিকেরাও সবাই সুস্থ রয়েছে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজ। এরপর থেকে জাহাজটির মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে তাঁদের উদ্ধারে নানা তৎপরতা শুরু হয়। অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো জাহাজটি।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে