পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকার মাধ্যমে এ তথ্য জানা যায়। মামুনুর রশিদ রাসেল ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাসেল বলেন, ‘আমার বাবা দেশমাতৃকার টানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার বাবা সব সময় দেশ ও দেশের মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবাকে জীবদ্দশায় দলীয় নৌকা প্রতীক দিয়েছিলেন। এলাকার মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমার বাবার মৃত্যুতে ছনহরা ইউপি চেয়ারম্যানশূন্য হয়ে যাওয়ায় আমি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তিনি আমাকে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হয়ে সব মানুষের সুখ-দুঃখ লাঘব করে সমাজব্যবস্থাকে একটি রোল মডেলে পরিণত করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ১৫ জুন নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য সবার কাছে অনুরোধ করছি।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর পটিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছনহরায় দুটি কেন্দ্র ধাউরডেঙ্গা সারদা চরন উচ্চ বিদ্যালয় ও রমেশ-ফনিন্দ্র স্মৃতি পাঠাগার কেন্দ্রে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ফের এ দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবদুর রশিদ দৌলতিকে বিপুল ভোটে পরাজিত করেন। শপথগ্রহণের কয়েক দিন পর বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম মারা গেলে পুনরায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকার মাধ্যমে এ তথ্য জানা যায়। মামুনুর রশিদ রাসেল ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাসেল বলেন, ‘আমার বাবা দেশমাতৃকার টানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার বাবা সব সময় দেশ ও দেশের মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবাকে জীবদ্দশায় দলীয় নৌকা প্রতীক দিয়েছিলেন। এলাকার মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমার বাবার মৃত্যুতে ছনহরা ইউপি চেয়ারম্যানশূন্য হয়ে যাওয়ায় আমি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তিনি আমাকে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হয়ে সব মানুষের সুখ-দুঃখ লাঘব করে সমাজব্যবস্থাকে একটি রোল মডেলে পরিণত করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ১৫ জুন নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য সবার কাছে অনুরোধ করছি।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর পটিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছনহরায় দুটি কেন্দ্র ধাউরডেঙ্গা সারদা চরন উচ্চ বিদ্যালয় ও রমেশ-ফনিন্দ্র স্মৃতি পাঠাগার কেন্দ্রে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ফের এ দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবদুর রশিদ দৌলতিকে বিপুল ভোটে পরাজিত করেন। শপথগ্রহণের কয়েক দিন পর বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম মারা গেলে পুনরায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে