নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৯ মিনিট আগে