নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে