নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২১ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে