প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): দালালের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে গ্রেপ্তার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক হওয়া ওই রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২০)। তিনি উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহ আলমের ছেলে। মোহাম্মদ ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে আরও দুই রোহিঙ্গা পালিয়ে এসেছেন বলে জানা গেছে। তবে তাঁদের এখনো আটক করা যায়নি।
এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। আটকের পর ইউসুফ জানান, গত ৩১ মার্চ উখিয়া রোহিঙ্গা শিবির থেকে তাঁর স্ত্রী ছবুরা খাতুনসহ (১৯) ভাসানচরে যান। সেখানে কিছুদিন থাকার পর পরিবারের লোকজনের সঙ্গে আবারও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত আসার জন্য চেষ্টা চালাতে থাকেন ইউসুফ। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১টার দিকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইউসুফ আরও দুই রোহিঙ্গাসহ কামাল (৩৫) নামের এক দালালের মাধ্যমে ভাসানচর ত্যাগ করেন। তাঁরা ১৮ হাজার টাকা দিয়ে ইঞ্জিনচালিত বোটযোগে আধা ঘণ্টার মধ্যে দেড়টায় সন্দ্বীপে পৌঁছান। পরদিন অর্থাৎ বুধবার সকাল ১০টায় সন্দীপ হয়ে বোটযোগে জনপ্রতি ২৫০ টাকা ভাড়ায় দুপুর ১২টার দিকে ইউসুফসহ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ঘাটে পৌঁছান। সেখান থেকে তাঁরা রাতে উখিয়া শিবিরে পৌঁছান।
এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল ইসলাম বলেন, ইউসুফকে আটকের পর তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে পালিয়ে আশা বাকি দুজনকে পাওয়া যায়নি। তাঁদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ (কক্সবাজার): দালালের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে গ্রেপ্তার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক হওয়া ওই রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২০)। তিনি উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহ আলমের ছেলে। মোহাম্মদ ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে আরও দুই রোহিঙ্গা পালিয়ে এসেছেন বলে জানা গেছে। তবে তাঁদের এখনো আটক করা যায়নি।
এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। আটকের পর ইউসুফ জানান, গত ৩১ মার্চ উখিয়া রোহিঙ্গা শিবির থেকে তাঁর স্ত্রী ছবুরা খাতুনসহ (১৯) ভাসানচরে যান। সেখানে কিছুদিন থাকার পর পরিবারের লোকজনের সঙ্গে আবারও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত আসার জন্য চেষ্টা চালাতে থাকেন ইউসুফ। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১টার দিকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইউসুফ আরও দুই রোহিঙ্গাসহ কামাল (৩৫) নামের এক দালালের মাধ্যমে ভাসানচর ত্যাগ করেন। তাঁরা ১৮ হাজার টাকা দিয়ে ইঞ্জিনচালিত বোটযোগে আধা ঘণ্টার মধ্যে দেড়টায় সন্দ্বীপে পৌঁছান। পরদিন অর্থাৎ বুধবার সকাল ১০টায় সন্দীপ হয়ে বোটযোগে জনপ্রতি ২৫০ টাকা ভাড়ায় দুপুর ১২টার দিকে ইউসুফসহ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ঘাটে পৌঁছান। সেখান থেকে তাঁরা রাতে উখিয়া শিবিরে পৌঁছান।
এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল ইসলাম বলেন, ইউসুফকে আটকের পর তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে পালিয়ে আশা বাকি দুজনকে পাওয়া যায়নি। তাঁদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে