মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে কয়েক মাস ধরে ঘটা চুরির ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, ল্যাপটপ, মোটরসাইকেল, চুরির সরঞ্জাম ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই থানায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক শক্তিশালী চোর চক্রের সদস্য। তারা চট্টগ্রামকে চার ভাগে ভাগ করে চুরি করত। দিনের বেলায় নির্দিষ্ট এলাকা গিয়ে ছক কষত ও রাতে সুযোগ বুঝে চুরি করত। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ দপ্তর ও মোটরসাইকেল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে চট্টগ্রামকেন্দ্রিক একটি চোর চক্রকে চিহ্নিত করে তাদের ধরার জন্য সোর্স নিয়োগ করে সফল হয়েছেন। সোর্সের দেওয়া তথ্যে গতকাল শনিবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে আটক করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ জব্দ করে তা থেকে চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে দেহ তল্লাশি করে দেশি তৈরি একটি এলজি বন্দুক এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপর কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান ও তাঁর (ওসি) নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন ছাড়াও আক্তারুজ্জামান রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেলোয়ারের ভাড়াবাসা থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও মিরসরাই থানায় চুরি-ডাকাতির চারটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মিরসরাই থানায় নতুন একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে কয়েক মাস ধরে ঘটা চুরির ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, ল্যাপটপ, মোটরসাইকেল, চুরির সরঞ্জাম ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই থানায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক শক্তিশালী চোর চক্রের সদস্য। তারা চট্টগ্রামকে চার ভাগে ভাগ করে চুরি করত। দিনের বেলায় নির্দিষ্ট এলাকা গিয়ে ছক কষত ও রাতে সুযোগ বুঝে চুরি করত। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ দপ্তর ও মোটরসাইকেল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে চট্টগ্রামকেন্দ্রিক একটি চোর চক্রকে চিহ্নিত করে তাদের ধরার জন্য সোর্স নিয়োগ করে সফল হয়েছেন। সোর্সের দেওয়া তথ্যে গতকাল শনিবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে আটক করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ জব্দ করে তা থেকে চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে দেহ তল্লাশি করে দেশি তৈরি একটি এলজি বন্দুক এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপর কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান ও তাঁর (ওসি) নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন ছাড়াও আক্তারুজ্জামান রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেলোয়ারের ভাড়াবাসা থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও মিরসরাই থানায় চুরি-ডাকাতির চারটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মিরসরাই থানায় নতুন একটি মামলা করা হয়েছে।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে