চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সিমেন্টের ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিনে ঢুকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চকরিয়া পৌরশহরের তরছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব ও অবহেলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দেড় ঘণ্টা পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ঘটনাটি জানাজানি হয়।
নিহত দুই শ্রমিকের নাম হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন শহীন (১৭) ও চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (১৮)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সিমেন্টের ব্লক তৈরি কোনো অনুমতি ছাড়া চকরিয়া পৌরশহরে তরছপাড়া একটি কারখানা চালু করে ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিন। বিকেল ৫টায় শহীন ও জিহানসহ আরও ৬ জন কারখানার ডিউটি শেষ করে। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যায়। জিহান মেশিনের ভেতর ও শহীন ওপরে দাঁড়িয়ে কাজ করছিল।
এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ চালু হলে শহীন মেশিনের ভেতর পড়ে যায়। এরপর কারখানার মালিকপক্ষ তাঁদের হাসপাতালে না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা তাঁদের দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নিহত দুজনের পরিবার এসে তাঁদের লাশ শনাক্ত করে।
আমানপাড়া গ্রামের হামিদ হোসেন ও কামাল উদ্দিন বলেন, সিমেন্টের ব্লকের কারখানাটি চালু করার পর থেকে স্থানীয় লোকজন বসবাস করতে পারছে না। কারখানার মেশিনের তীব্র আওয়াজ, ধুলাবালি ও নদী থেকে বালি উত্তোলন করে পরিবেশের চরম ক্ষতি করছেন। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাইনি।
কারখানার দুজন শ্রমিক মোহাম্মদ মিরাজ ও মো. শাহাদাত হোসেন বলেন, জিহান ও শহীন মিক্সার মেশিন পরিষ্কার করছিল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক সুইচ চালু হলে মেশিনের ভেতর দুজন মারাত্মকভাবে আহত হয়। আমরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম হোসাইন বলেন, দুজনের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে।
নিহত শাহাদাত হোসেন শহীনের বাবা ওমানপ্রবাসী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, আমি দুই মাস আগে ওমান থেকে দেশে ফিরেছি। কিছুদিন আগে সিমেন্টের ব্লক তৈরির কারখানায় সে যোগ দেয়। আজ সন্ধ্যায় জানতে পারি, কারখানার মারা গেছে। মালিকপক্ষের অবহেলা ও তদারকির অভাবের কারণে আমার ছেলেসহ দুজন তরতাজা তরুণ মারা গেছে। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

জিহানের বড় ভাই জাহেদুল ইসলাম ও বড় বোন তাসমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই ভুলবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারা গেছে— তা তদন্ত করতে হবে প্রশাসনকে।’
এ ব্যাপারে বক্তব্য নিতে কারখানার মাস্টার গিয়াস উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনা শোনার পর হাসপাতালে একদল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সিমেন্টের ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিনে ঢুকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চকরিয়া পৌরশহরের তরছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব ও অবহেলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দেড় ঘণ্টা পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ঘটনাটি জানাজানি হয়।
নিহত দুই শ্রমিকের নাম হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন শহীন (১৭) ও চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (১৮)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সিমেন্টের ব্লক তৈরি কোনো অনুমতি ছাড়া চকরিয়া পৌরশহরে তরছপাড়া একটি কারখানা চালু করে ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিন। বিকেল ৫টায় শহীন ও জিহানসহ আরও ৬ জন কারখানার ডিউটি শেষ করে। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যায়। জিহান মেশিনের ভেতর ও শহীন ওপরে দাঁড়িয়ে কাজ করছিল।
এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ চালু হলে শহীন মেশিনের ভেতর পড়ে যায়। এরপর কারখানার মালিকপক্ষ তাঁদের হাসপাতালে না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা তাঁদের দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নিহত দুজনের পরিবার এসে তাঁদের লাশ শনাক্ত করে।
আমানপাড়া গ্রামের হামিদ হোসেন ও কামাল উদ্দিন বলেন, সিমেন্টের ব্লকের কারখানাটি চালু করার পর থেকে স্থানীয় লোকজন বসবাস করতে পারছে না। কারখানার মেশিনের তীব্র আওয়াজ, ধুলাবালি ও নদী থেকে বালি উত্তোলন করে পরিবেশের চরম ক্ষতি করছেন। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাইনি।
কারখানার দুজন শ্রমিক মোহাম্মদ মিরাজ ও মো. শাহাদাত হোসেন বলেন, জিহান ও শহীন মিক্সার মেশিন পরিষ্কার করছিল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক সুইচ চালু হলে মেশিনের ভেতর দুজন মারাত্মকভাবে আহত হয়। আমরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম হোসাইন বলেন, দুজনের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে।
নিহত শাহাদাত হোসেন শহীনের বাবা ওমানপ্রবাসী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, আমি দুই মাস আগে ওমান থেকে দেশে ফিরেছি। কিছুদিন আগে সিমেন্টের ব্লক তৈরির কারখানায় সে যোগ দেয়। আজ সন্ধ্যায় জানতে পারি, কারখানার মারা গেছে। মালিকপক্ষের অবহেলা ও তদারকির অভাবের কারণে আমার ছেলেসহ দুজন তরতাজা তরুণ মারা গেছে। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

জিহানের বড় ভাই জাহেদুল ইসলাম ও বড় বোন তাসমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই ভুলবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারা গেছে— তা তদন্ত করতে হবে প্রশাসনকে।’
এ ব্যাপারে বক্তব্য নিতে কারখানার মাস্টার গিয়াস উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনা শোনার পর হাসপাতালে একদল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে