কুমিল্লার দাউদকান্দিকে ডাকাতির সময় গৃহবধূ শাহনাজ বেগম হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার কুমিল্লা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৬ আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। প্রধান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাহাঙ্গীর, শফিকুল বাশার, আক্তার, লাল চান ও মহসিন।
গৃহবধূ শাহনাজ বেগম চান্দিনা উপজেলার সবদুলপুর গ্রামে মৃত আনু মিয়ার ছেলে ফারুক মিয়ার স্ত্রী। তারা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে থাকতেন।
আদালত সূত্রে জানায়, ২০০৭ সালের ১ নভেম্বর রাতে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ডাকাতদল শাহনাজ বেগমের বাসায় হানা দেয়। মূল্যবান মালপত্র ডাকাতি করার সময় শাহনাজের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের বাবা সৈয়দ আহমদ সরকার বাদী হয়ে দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী আহমদ তাইফুর আলম জানান, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। মামলার প্রদান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে