কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের একটাই দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ। ভাঙনরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
কমলনগরের কালকিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন তার ৮৫ বছরের জীবনে মোট ১২ বার ভাঙনের শিকার হয়েছেন। সাত মেয়ে ও দুই ছেলে নিয়ে অসহায়ের মত বসবাস করছেন অন্যের আশ্রয়ে।
নিজের দুরবস্তা তুলে ধরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার প্রায় ৪০ বিঘার মত জমি আছিলো। ওইডি এহন বিক্রি করলে ৩ কোটি টাকার মত দাম হইত। কিন্তু নদী ভাইঙা তো সব হারায়া ফালাইলাম। আর এখন যেহানে আছি, ওইহানেও মনে হয় না এক দুই মাসের বেশি থাকবার পারমু।’
একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আব্দুল মালেক মোল্লা (৭৫)। ৬ বার মেঘনার ভাঙনের শিকার হয়ে তিনিও হয়ে পড়েছেন সহায় সম্বলহীন। দেলোয়ার হোসেনের মত তিনিও থাকছেন অন্যের জায়গায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন যদি মৃত্যুর আগে অন্তত নদীর বাঁধটা দেখে যেতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।’
মো. দেলোয়ার হোসেন বা আব্দুল মালেক মোল্লার মত কমলনগরের আরও অনেকেই নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন; করছেন মানবেতর জীবনযাপন।
চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘কমলনগরের সবচেয়ে ভয়াবহ সমস্যা এই মেঘনা নদী ভাঙন। যদি ভাঙন রোধ এবং বাঁধ সমস্যার সমাধান করা না যায় তাহলে মানচিত্র থেকে কমলনগর এলাকাটি হারিয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেঘনায় ভাঙনরোধে যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি আমরা।’

লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের একটাই দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ। ভাঙনরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
কমলনগরের কালকিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন তার ৮৫ বছরের জীবনে মোট ১২ বার ভাঙনের শিকার হয়েছেন। সাত মেয়ে ও দুই ছেলে নিয়ে অসহায়ের মত বসবাস করছেন অন্যের আশ্রয়ে।
নিজের দুরবস্তা তুলে ধরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার প্রায় ৪০ বিঘার মত জমি আছিলো। ওইডি এহন বিক্রি করলে ৩ কোটি টাকার মত দাম হইত। কিন্তু নদী ভাইঙা তো সব হারায়া ফালাইলাম। আর এখন যেহানে আছি, ওইহানেও মনে হয় না এক দুই মাসের বেশি থাকবার পারমু।’
একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আব্দুল মালেক মোল্লা (৭৫)। ৬ বার মেঘনার ভাঙনের শিকার হয়ে তিনিও হয়ে পড়েছেন সহায় সম্বলহীন। দেলোয়ার হোসেনের মত তিনিও থাকছেন অন্যের জায়গায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন যদি মৃত্যুর আগে অন্তত নদীর বাঁধটা দেখে যেতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।’
মো. দেলোয়ার হোসেন বা আব্দুল মালেক মোল্লার মত কমলনগরের আরও অনেকেই নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন; করছেন মানবেতর জীবনযাপন।
চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘কমলনগরের সবচেয়ে ভয়াবহ সমস্যা এই মেঘনা নদী ভাঙন। যদি ভাঙন রোধ এবং বাঁধ সমস্যার সমাধান করা না যায় তাহলে মানচিত্র থেকে কমলনগর এলাকাটি হারিয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেঘনায় ভাঙনরোধে যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি আমরা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে