কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে