নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নতুন যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করার আহ্বানও জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্টের ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। এক সঙ্গে থাকার সুফল এটি। আশা করব, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’

অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণা দেন।

চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান।
আরও বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাছির প্রমুখ।

নতুন যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করার আহ্বানও জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্টের ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। এক সঙ্গে থাকার সুফল এটি। আশা করব, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’

অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণা দেন।

চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান।
আরও বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাছির প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে