কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক দিনে দুই নারী পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ও বিকেলে হাসপাতালে তাঁরা মারা যান। পৃথক এ ঘটনায় কক্সবাজার থানার পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, সৈকতপাড়ের উখিয়ার ইনানীর পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ থেকে বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় মারফুয়া খানম (২৯) নামের এক নারী পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেনন। এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া নাসির উদ্দিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মারফুয়া খানম ও নাছির উদ্দিন বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রয়েল টিউলিপের ৫১০১ নম্বর কক্ষে ওঠেন। বিকেলে নাছির উদ্দিন হোটেল কর্তৃপক্ষের সহায়তায় মারফুয়াকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।’ মারফুয়া ঢাকার পল্লবীর বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নারীর সঙ্গে থাকা নাসির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছেন। নাসির জানিয়েছেন, ওই নারীর অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাঁর অভিভাবকদের খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে একই দিন দুপুরে লাবণী আকতার (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, চার দিন আগে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ তরুণীর দুই বন্ধুকে আটক করেছে।
আটককৃতরা হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। লাবণী আকতার বরগুনার সদর উপজেলার মনির হোসেনের মেয়ে। তাঁরা ঢাকার যাত্রাবাড়ীতে বাস করতেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তরুণীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, গত ১১ মে লাবণী আকতার তাঁর চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেলে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে লাবণী আকতারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মো. সেলিম উদ্দিন জানান, ওই তরুণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। অপর দুজন পালিয়েছেন। আটকেরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ওই তরুণীসহ তাঁরা অতিরিক্ত মদ পান করেছিলেন। মেয়েটির অভিভাবকেরা কক্সবাজারে এসেছেন। তাঁরা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারে এক দিনে দুই নারী পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ও বিকেলে হাসপাতালে তাঁরা মারা যান। পৃথক এ ঘটনায় কক্সবাজার থানার পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, সৈকতপাড়ের উখিয়ার ইনানীর পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ থেকে বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় মারফুয়া খানম (২৯) নামের এক নারী পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেনন। এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া নাসির উদ্দিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মারফুয়া খানম ও নাছির উদ্দিন বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রয়েল টিউলিপের ৫১০১ নম্বর কক্ষে ওঠেন। বিকেলে নাছির উদ্দিন হোটেল কর্তৃপক্ষের সহায়তায় মারফুয়াকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।’ মারফুয়া ঢাকার পল্লবীর বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নারীর সঙ্গে থাকা নাসির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছেন। নাসির জানিয়েছেন, ওই নারীর অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাঁর অভিভাবকদের খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে একই দিন দুপুরে লাবণী আকতার (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, চার দিন আগে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ তরুণীর দুই বন্ধুকে আটক করেছে।
আটককৃতরা হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। লাবণী আকতার বরগুনার সদর উপজেলার মনির হোসেনের মেয়ে। তাঁরা ঢাকার যাত্রাবাড়ীতে বাস করতেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তরুণীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, গত ১১ মে লাবণী আকতার তাঁর চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেলে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে লাবণী আকতারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মো. সেলিম উদ্দিন জানান, ওই তরুণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। অপর দুজন পালিয়েছেন। আটকেরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ওই তরুণীসহ তাঁরা অতিরিক্ত মদ পান করেছিলেন। মেয়েটির অভিভাবকেরা কক্সবাজারে এসেছেন। তাঁরা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে