খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।
অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।
বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।
এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
র্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।
অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।
বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।
এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
র্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে