Ajker Patrika

ঘাটে দেরি হওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
ঘাটে দেরি হওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ 

হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হলো প্রসূতির। আজ বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিতে এই ঘটনা ঘটে। 

 মৃত ওই নারীর নাম কুলসুমা বেগম। তিনি সন্দ্বীপ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ির বাসিন্দা। 

কুলসুমা বেগমের স্বামী সাইফুল ইসলাম বলেন, হঠাৎ প্রসব বেদনা উঠলে রাত সাড়ে ১২টার সময় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোর রাত ৪টার সময় সেখানকার চিকিৎসকেরা দ্রুত চিটাগং নিয়ে যাওয়ার জন্য বলেন। 

রাত ৪টা ১০ মিনিটের সময় রোগী বের গুপ্তছড়া ঘাটে পৌঁছায় সকাল ৬টায়। 

নিহতের স্বামী অভিযোগ করে বলেন, ‘জরুরি রোগী পারাপার করার জন্য কিছু আছে কি না জানতে চাইলে টিকিট কাউন্টারের ভেতর থেকে জবাব দিয়ে বলে কোনো কিছু নাই, থাকলেও দেওয়া যাবে না ৭টায় জাহাজে করে নিয়ে যাইয়েন। জাহাজ সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও সাড়ে ৮টার সময় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কুমিরার উদ্দেশ্যে ছেড়ে যায়।’
 
 স্থানীয় বেসরকারি হাসপাতালের সিনিয়র সুপারভাইজার ফসিউল আলম বলেন, ‘আমাদের কাছে এই রোগী রাত সাড়ে তিনটার দিকে আসে তখন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। রোগী কথা বলতে পারতে ছিল না। আসার পথে দুই তিন বার জ্ঞান হারিয়েছে। এই রোগী পূর্বেও সিজারে বাচ্চা হয়ে ছিল। রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগে কোনো  চেক আপ করা হয় নাই। দ্বিতীয় বা তৃতীয় সিজারের ক্ষেত্রে প্রসব বেদনা ওঠার ১০-১৫ দিন আগে সিজার করাতে হয় তারা সম্ভবত নরমাল ডেলিভারি চেষ্টা করছিল। ওইটা আমাদের কাছে লুকিয়েছে। আমাদের কর্তব্যরত গায়নি ডাক্তার রোগীকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম বা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।’ 

জরুরি রোগী পারাপারের জন্য ২৪ ঘণ্টা লাইফ বোটের ব্যবস্থা থাকলেও কেন টিকিট দেওয়া হয়নি এ নিয়ে ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সাইফুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আজ যদি সি অ্যাম্বুলেন্স থাকত বা দ্রুত চিটাগং নিয়ে যেতে পারতাম আমার স্ত্রী মারা যেতো না। সরকারের কাছে আবেদন দ্রুত রোগী পারাপারের জন্য কিছু একটা ব্যবস্থা করুন যাতে আর কোনো  প্রসূতি মায়ের মৃত্যু না হয়। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত