Ajker Patrika

হলুদ-মরিচ গুঁড়ায় ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯: ৩১
হলুদ-মরিচ গুঁড়ায় ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে হলুদ ও মরিচের সঙ্গে ইঁদুরের মল পাওয়াসহ নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের পুরান বাজার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান চালান।

নুর হোসেন বলেন, ‘আজ শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা এবং হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে নিম্নমানের হলুদ-মরিচ গুঁড়া মেশানো, ভুট্টার গুঁড়া মেশানো, এমনকি হলুদ-মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার-অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত