ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের অভিযানে এই আয়োজন বাতিল করা হয়। তিনি কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসীর বিয়ের দিন ধার্য হয়। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর এবং তাদের লোকজন পালিয়ে গেছে।
এরপর বরযাত্রী ও অতিথিদের জন্য রান্না করা খাবার ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। ছাত্রীটি যেন এখন থেকে স্কুলে যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়ির খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তা ছাড়া ছাত্রীটি যাতে স্কুলে যেতে পারে, তা-ও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের অভিযানে এই আয়োজন বাতিল করা হয়। তিনি কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসীর বিয়ের দিন ধার্য হয়। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর এবং তাদের লোকজন পালিয়ে গেছে।
এরপর বরযাত্রী ও অতিথিদের জন্য রান্না করা খাবার ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। ছাত্রীটি যেন এখন থেকে স্কুলে যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়ির খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তা ছাড়া ছাত্রীটি যাতে স্কুলে যেতে পারে, তা-ও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৪ মিনিট আগে