Ajker Patrika

বাঁশখালীতে মশার কয়েলের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৮
বাঁশখালীতে মশার কয়েলের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মোহাম্মদ সালমান (৭)। সে ওই এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি ঘরে কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিল। ঘরে থাকা মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। 

প্রতিবেশী জয়নাল আবেদিন বলেন, ওই শিশুর মা রুমা আক্তারের ডিভোর্স হওয়ায় সে তার নানির সঙ্গে থাকে। শিশুটি মানসিক প্রতিবন্ধী। তাকে বাসায় রেখে নানি কাজে বের হলে রাতে শিশুটি অগ্নিদগ্ধ হয়। মশার কয়েল থেকে আগুন প্রথমে কম্বলে, পরে গ্যাসলাইটারে লাগলে লাইটার বাস্ট হয়ে মুহূর্তেই আগুনে পুড়ে যায় শিশুটি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস শফিউল কবির মজুমদার বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত