লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশের লক্ষ্মীপুরের তরুণ রাসেল আহমেদের সঙ্গে ৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইঅপ্রেনিয়ার। সেই পরিচয় থেকে সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। সেই টানেই গতকাল সোমবার ইন্দোনেশিয়া থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন রাসেল আহমেদের কাছে।
ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপির মেয়ে। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। আর রাসেল আহমেদ রায়পুরা উপজেলার রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।
রাসেলের পরিবার জানায়, ইন্দোনেশিয়া থেকে সোমবার রাতে ফানিয়া রায়পুরের রাখালিয়া গ্রামে রাসেলের বাড়িতে আসেন। অবশ্য রাসেল তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে এসেছেন। বর্তমানে ফানিয়া রাসেলের আত্মীয়দের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন।
রাসেল আহমেদ জানান, ফেসবুক ব্যবহারের সময় প্রায় ৪ বছর আগে ফানিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এরপর থেকে তাঁদের প্রতিদিনই কথা হতো। ভিডিও কলে দুজনের দেখা হতো প্রতিদিন। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ফানিয়া বাংলাদেশে এসেছেন। গ্রামের বাড়িতে আসার পর থেকে আশপাশের লোকজন তাঁকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
রাসেল বলেন, ‘আমরা বিয়ে করব। ফানিয়াকে নিয়ে এখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি সময়ের ব্যাপার। কারণ ফানিয়া এখন দুমাসের জন্য এসেছে। তাঁকে আবার ইন্দোনেশিয়া চলে যেতে হবে। পরবর্তীতে তাঁকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
ফানিয়া বলেন, ‘রাসেলকে আমি অনেক বেশি ভালোবাসি। তাঁকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। মা-বাবাকে বিয়ের বিষয়টি জানিয়েছি। তাঁরাও সম্মতি দিয়েছেন। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। সবাই খুব মিশুক। আমার দারুণ সময় কাটছে। আমি বাংলা ভাষা বুঝতে পারি। তবে অল্প কিছু শব্দ বলতে পারি। ধীরে ধীরে বাংলা ভাষা আয়ত্ত করে সবাইকে তাক লাগিয়ে দেব।’
রাসেল আহমেদের মা বিলকিস বেগম বলেন, ‘মেয়েটি খুব মিশুক। রাসেলকে ভালোবেসে সে অনেক দূর থেকে ছুটে এসেছে। সত্যিই এটি অবাক করা ঘটনা। আসার পর থেকেই আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো মিশে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছে।’

বাংলাদেশের লক্ষ্মীপুরের তরুণ রাসেল আহমেদের সঙ্গে ৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইঅপ্রেনিয়ার। সেই পরিচয় থেকে সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। সেই টানেই গতকাল সোমবার ইন্দোনেশিয়া থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন রাসেল আহমেদের কাছে।
ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপির মেয়ে। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। আর রাসেল আহমেদ রায়পুরা উপজেলার রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।
রাসেলের পরিবার জানায়, ইন্দোনেশিয়া থেকে সোমবার রাতে ফানিয়া রায়পুরের রাখালিয়া গ্রামে রাসেলের বাড়িতে আসেন। অবশ্য রাসেল তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে এসেছেন। বর্তমানে ফানিয়া রাসেলের আত্মীয়দের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন।
রাসেল আহমেদ জানান, ফেসবুক ব্যবহারের সময় প্রায় ৪ বছর আগে ফানিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এরপর থেকে তাঁদের প্রতিদিনই কথা হতো। ভিডিও কলে দুজনের দেখা হতো প্রতিদিন। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ফানিয়া বাংলাদেশে এসেছেন। গ্রামের বাড়িতে আসার পর থেকে আশপাশের লোকজন তাঁকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
রাসেল বলেন, ‘আমরা বিয়ে করব। ফানিয়াকে নিয়ে এখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি সময়ের ব্যাপার। কারণ ফানিয়া এখন দুমাসের জন্য এসেছে। তাঁকে আবার ইন্দোনেশিয়া চলে যেতে হবে। পরবর্তীতে তাঁকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
ফানিয়া বলেন, ‘রাসেলকে আমি অনেক বেশি ভালোবাসি। তাঁকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। মা-বাবাকে বিয়ের বিষয়টি জানিয়েছি। তাঁরাও সম্মতি দিয়েছেন। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। সবাই খুব মিশুক। আমার দারুণ সময় কাটছে। আমি বাংলা ভাষা বুঝতে পারি। তবে অল্প কিছু শব্দ বলতে পারি। ধীরে ধীরে বাংলা ভাষা আয়ত্ত করে সবাইকে তাক লাগিয়ে দেব।’
রাসেল আহমেদের মা বিলকিস বেগম বলেন, ‘মেয়েটি খুব মিশুক। রাসেলকে ভালোবেসে সে অনেক দূর থেকে ছুটে এসেছে। সত্যিই এটি অবাক করা ঘটনা। আসার পর থেকেই আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো মিশে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে