
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবা, পিস্তলসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ার দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দু রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মিয়ানমার মংডুর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।
বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছু সময় পরে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে নৌকাটি থামানো হয়। বিজিবির টহলদল স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে নৌকাটি দুজন আরোহীসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে এর পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে বিদেশি পিস্তল, এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এর মূল্য ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত একজন পাচারকারী জানিয়ে অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেওয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে