ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুরে বিএনপির সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে রাত ১২টা থেকে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বপ্রস্তুতি হিসেবে ফুলগাজী উপজেলার সামনে পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকস্থলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মাঝে সংঘর্ষ হয়। পরে মুন্সিরহাট এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ভিপি সায়েমের নেতৃত্বে উত্তর দৌলতপুরে বিএনপির অতিথিদের জন্য নির্মিত মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
এদিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আশরাফুন নাহার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুরে বিএনপির সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে রাত ১২টা থেকে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বপ্রস্তুতি হিসেবে ফুলগাজী উপজেলার সামনে পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকস্থলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মাঝে সংঘর্ষ হয়। পরে মুন্সিরহাট এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ভিপি সায়েমের নেতৃত্বে উত্তর দৌলতপুরে বিএনপির অতিথিদের জন্য নির্মিত মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
এদিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আশরাফুন নাহার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর দৌলতপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে