
নোয়াখালীর হাতিয়ায় ৩০ বছরের পুরোনো সূর্যমুখী মাছঘাটের পাশে নতুন ঘাট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও জেলেরা। আজ সোমবার সকালে সূর্যমুখী মাছঘাট প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন উত্তর পাড়ের ঘাটসংশ্লিষ্ট পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আজ সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সূর্যমুখীর এই মাছঘাট তিন দশকের পুরোনো। দীর্ঘদিন ধরে এখানকার ব্যবসায়ী ও জেলেরা শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে আসছেন। হঠাৎ একটি মহল ঘাটের ঠিক পাশে খালের দক্ষিণ পাড়ে নতুন মাছঘাট তৈরি করছে, যা অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংঘাতের সূত্রপাত করতে পারে।
তাঁরা আরও বলেন, নতুন ঘাটটির কার্যক্রম দ্রুত বন্ধ না করা হলে তা ব্যবসায়ী ও জেলে সমাজে বিভাজন তৈরি করবে, যা ভবিষ্যতে বড়ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এই অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক নান্টু, ব্যবসায়ী মো. ইব্রাহীম, মো. শরীফ উদ্দিনসহ অনেকে।
মানববন্ধন উপলক্ষে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী, ঘাটশ্রমিক, খুচরা বিক্রেতা ও জেলে পরিবারের সদস্যরা ঘাট এলাকায় জড়ো হতে থাকেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সূর্যমুখী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে