Ajker Patrika

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

­বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২০: ৫৭
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকা থেকে দলছুট হয়ে একটি বন্য হাতি ঢালে নেমে আসে। কিন্তু কাদায় আটকে পড়ে কোনোভাবেই উঠতে পারছিল না হাতিটি। খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় স্থানীয় বন বিভাগের কর্মীরা ১০ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটি উদ্ধার করেন।

ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেলের।

আজ শুক্রবার বিকেলে হাতিটিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈম। তিনি জানান, হাতিটি দুর্বল হলেও সুস্থ আছে।

জানা গেছে, চুনতি অভয়ারণ্যের আওতাধীন নাপোড়া গহিন অরণ্যের বাইসসার জুম এলাকায় একটি হাতি পাহাড়ের ঢালে কাদামাটিতে আটকে পড়ে। দীর্ঘক্ষণ আটকে থাকলেও সেদিকে লোকজনের চলাচল না থাকায় বিষয়টি কারও নজরে পড়েনি। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিটি উদ্ধার করে।

বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, দীর্ঘ সময় কাদামাটিতে আটকে থাকায় হাতিটি অসুস্থ হয়ে পড়ে। স্যালাইনযুক্ত পানি খাওয়ানোর পর সে অনেকটাই সুস্থ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত