কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সর্বসম্মতি ক্রমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিষদে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার বাজেট পাশ হয়। বাজেট আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও হাজী জয়নাল আবেদীন পাকা ধান তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ অনুদানের জন্য প্রস্তাব রাখেন। এখনো উপজেলার জরাজীর্ণ ইউনিয়ন পরিষদগুলো সংস্কারের দাবি জানান। তাঁরা নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন।
সভায় মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন, নেত্রকোনার প্রত্যেক উপজেলায় একটি করে টার্মিনাল রয়েছে। কিন্তু কলমাকান্দায় কোনো নির্দিষ্ট মোটরযান টার্মিনাল নেই। আমি উপজেলা প্রশাসন, উপজেলা নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি টার্মিনাল স্থাপনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মহিলা যাত্রীদের জন্য কিছু শৌচাগার নির্মাণের দাবিও জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলা পরিষদের বাজেট চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে।
উপজেলা পরিষদের আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ এম ওয়াজেদ তালুকদার, উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় জনগণরা।

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সর্বসম্মতি ক্রমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিষদে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার বাজেট পাশ হয়। বাজেট আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও হাজী জয়নাল আবেদীন পাকা ধান তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ অনুদানের জন্য প্রস্তাব রাখেন। এখনো উপজেলার জরাজীর্ণ ইউনিয়ন পরিষদগুলো সংস্কারের দাবি জানান। তাঁরা নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন।
সভায় মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন, নেত্রকোনার প্রত্যেক উপজেলায় একটি করে টার্মিনাল রয়েছে। কিন্তু কলমাকান্দায় কোনো নির্দিষ্ট মোটরযান টার্মিনাল নেই। আমি উপজেলা প্রশাসন, উপজেলা নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি টার্মিনাল স্থাপনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মহিলা যাত্রীদের জন্য কিছু শৌচাগার নির্মাণের দাবিও জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলা পরিষদের বাজেট চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে।
উপজেলা পরিষদের আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ এম ওয়াজেদ তালুকদার, উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় জনগণরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে