আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন। পরে আবেদনটি ইসলামিক ফাউন্ডেশনে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৬ সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রামে একটি সুদৃশ্য মসজিদ এবং ইসলামি গবেষণাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। এই লক্ষ্যে মসজিদের স্থান এবং সংলগ্ন জায়গা মিলে প্রায় ১২ একর সম্পত্তি দান করা হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স।
জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ড. সাইয়েদ শাহ ইমরান বলেন, আইন অনুসারে মসজিদ ও কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি বেসরকারি কোনো সংস্থাকে দেওয়ার সুযোগ নেই।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স মূলত সরকার কর্তৃক পরিচালিত একটি ধর্মীয় স্থাপনা। এখানকার ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব খাতে চাকরি করেন এবং সরকারনির্ধারিত স্কেলে বেতন পান।
মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার আবেদনকারী চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের সংবিধানে কোনো মসজিদ সরকারিভাবে পরিচালনার সুযোগ নেই। তাই আমি মুসল্লী পরিষদের নামে পরিচালনার জন্য আবেদন করছি।’
ইসলামিক ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে জানতে চাওয়া হয়েছে। সরকারি গেজেটভুক্ত সম্পত্তি কোনো কমিটির কাছে হস্তান্তরের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন। পরে আবেদনটি ইসলামিক ফাউন্ডেশনে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৬ সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রামে একটি সুদৃশ্য মসজিদ এবং ইসলামি গবেষণাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। এই লক্ষ্যে মসজিদের স্থান এবং সংলগ্ন জায়গা মিলে প্রায় ১২ একর সম্পত্তি দান করা হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স।
জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ড. সাইয়েদ শাহ ইমরান বলেন, আইন অনুসারে মসজিদ ও কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি বেসরকারি কোনো সংস্থাকে দেওয়ার সুযোগ নেই।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স মূলত সরকার কর্তৃক পরিচালিত একটি ধর্মীয় স্থাপনা। এখানকার ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব খাতে চাকরি করেন এবং সরকারনির্ধারিত স্কেলে বেতন পান।
মুসল্লী পরিষদের নামে জমি লিখে দেওয়ার আবেদনকারী চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের সংবিধানে কোনো মসজিদ সরকারিভাবে পরিচালনার সুযোগ নেই। তাই আমি মুসল্লী পরিষদের নামে পরিচালনার জন্য আবেদন করছি।’
ইসলামিক ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে জানতে চাওয়া হয়েছে। সরকারি গেজেটভুক্ত সম্পত্তি কোনো কমিটির কাছে হস্তান্তরের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৯ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে