কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় ফলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষজনের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।
পানি বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৭৬ দশমিক ৯৪ ফিট এমএসএল। যেখানে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।
পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের সঙ্গে আজ বুধবার সকালে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।
বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ ও ৫ নম্বর ইউনিট চালু রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ৩ নম্বর ইউনিট থেকে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যেখানে আগে ৫টি ইউনিটে প্রত্যেকদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে পুনর্বাসনের জন্য ১ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে পানির তীব্র সংকটে ২ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।

দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় ফলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষজনের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।
পানি বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৭৬ দশমিক ৯৪ ফিট এমএসএল। যেখানে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।
পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের সঙ্গে আজ বুধবার সকালে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।
বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ ও ৫ নম্বর ইউনিট চালু রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ৩ নম্বর ইউনিট থেকে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যেখানে আগে ৫টি ইউনিটে প্রত্যেকদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে পুনর্বাসনের জন্য ১ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে পানির তীব্র সংকটে ২ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে