চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার না পেয়ে দোকানিকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির ‘ভাত ঘর অ্যান্ড বিরিয়ানি হাউস’ নামে খাবারের দোকানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইসহাক আলম ফরহাদ। তিনি চবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক। এ ছাড়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন সিক্সটি নাইন গ্রুপের অনুসারী।
ভুক্তভোগী দোকানি মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ফরহাদ নামে এক ছাত্রলীগ কর্মী আমার দোকানে ভাত খেতে আসেন। সে সময় দোকানে কাস্টমার ছিল, কাস্টমারকে অতিরিক্ত দেওয়ার মতোই ভাত ছিল। আমি তাঁকে বলি ভাত চুলোয় বসানো আছে আপনি ১০ মিনিট ঘুরে আসুন। তিনি ৫ মিনিট পর এসে আমাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আমাকে ঢাকনা দিয়ে মারধর করেন এবং ময়লা পানি মেরে দেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু ভাইকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার খেতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারের একটু কথা-কাটাকাটি হয়েছে। আমরা কথা বলেছি, মীমাংসা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার না পেয়ে দোকানিকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির ‘ভাত ঘর অ্যান্ড বিরিয়ানি হাউস’ নামে খাবারের দোকানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইসহাক আলম ফরহাদ। তিনি চবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক। এ ছাড়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন সিক্সটি নাইন গ্রুপের অনুসারী।
ভুক্তভোগী দোকানি মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ফরহাদ নামে এক ছাত্রলীগ কর্মী আমার দোকানে ভাত খেতে আসেন। সে সময় দোকানে কাস্টমার ছিল, কাস্টমারকে অতিরিক্ত দেওয়ার মতোই ভাত ছিল। আমি তাঁকে বলি ভাত চুলোয় বসানো আছে আপনি ১০ মিনিট ঘুরে আসুন। তিনি ৫ মিনিট পর এসে আমাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আমাকে ঢাকনা দিয়ে মারধর করেন এবং ময়লা পানি মেরে দেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু ভাইকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার খেতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারের একটু কথা-কাটাকাটি হয়েছে। আমরা কথা বলেছি, মীমাংসা হয়েছে।’

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে