চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোস্তাক আহমদ (৩৫) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার কাপাসগোলা রোডের ফোর স্টার হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাক আহমদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার হরিনখাইয়া গ্রামের মোক্তার আহমদের ছেলে। অসুস্থতাজনিত কারণে চিকিৎসা নিতে মোস্তাক চট্টগ্রাম নগরীতে আসেন। গতকাল মঙ্গলবার রাতে মোস্তাক তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে ওঠেন। মোস্তাক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোস্তাক আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান মোস্তাককে।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, মোস্তাক আহমদ আত্মহত্যা করেছেন। কারণ হোটেল কক্ষটি ভেতর থেকে বন্ধ করা অবস্থায় ছিল।’
ফেরদৌস জাহান জানান, মোস্তাক আহমদ গতকাল মঙ্গলবার নগরীর সিএসসিআর হাসপাতালে ডাক্তার দেখানোর পর রাত পৌনে ১২টার দিকে তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে আসেন। এরপর হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। সকাল সাড়ে ৬টার দিকে মোস্তাক আহাম্মদ তাঁর স্ত্রীকে ঘুম থেকে তুলে নাশতা আনার জন্য বলেন। তার স্ত্রী জেসমিন আক্তার ৬টা ৪০ মিনিটের দিকে নাশতা নিয়ে রুমে গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ করা। এরপর তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোটেল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে