নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে।
সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।
স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।
খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।
তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।
সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।

চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে।
সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।
স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।
খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।
তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।
সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে