রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাযাত্রী বিশ্বজিৎ দে (৩৬) নিহত হন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মণ্ডলের বাড়ির বলরাম দের ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তাঁর একটি দর্জির দোকান রয়েছে।
আহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশার যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
ওসি মো. মাহবুব মিলকী আজকের পত্রিকা বলেন, ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে বেতাগী রামগতির হাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলী আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা যাত্রী বিশ্বজিৎ দে ছাড়াও দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাযাত্রী বিশ্বজিৎ দে (৩৬) নিহত হন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মণ্ডলের বাড়ির বলরাম দের ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তাঁর একটি দর্জির দোকান রয়েছে।
আহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশার যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
ওসি মো. মাহবুব মিলকী আজকের পত্রিকা বলেন, ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে বেতাগী রামগতির হাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলী আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা যাত্রী বিশ্বজিৎ দে ছাড়াও দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩০ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৩৮ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে