Ajker Patrika

চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা, ১৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা, ১৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ 

পাহাড় কেটে সড়ক তৈরির অভিযোগে চট্টগ্রামে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার নগরীতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পায় প্রশাসনের কর্মকর্তারা। এরপর পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। 

জেলা প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। 

মামলায় অভিযুক্তরা হলেন-ভূমিমালিক মোহাম্মদ হাছান আহাম্মদ কন্ট্রাক্টর, মোহাম্মদ আইয়ুব মিঞা, জাফর আহামদ মজুমদার, এস এম নুরুন্নবী, সৈয়দা মাসকুরা আক্তার, মোছাম্মৎ জেবুন্নাহার খানম, মোছাম্মৎ শকিনা আক্তার চৌধুরী, সোহরাব হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাসির উদ্দিন, ফরিদ মিঞা, আবুল মনসুর, মোহাম্মদ ইলিয়াছ, ডাক্তার শামীমা আকতার, মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ সোলায়মান। 

এ ছাড়া বায়নামূলে মালিকানা নিয়ে সড়ক তৈরিতে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় আরও একজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় জেলা প্রশাসন। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকবর হোসেন খোকন। তিনি নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল হক জসিমের ভাই। কাউন্সিলর জসিমের বিরুদ্ধেও পাহাড় কাটার অভিযোগে থানায় একাধিক মামলা আছে। 

এই বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কেটে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামি সিডিএ লিংক রোডের পাশে একটি রাস্তা বানানো হচ্ছে। রেকর্ড অনুযায়ী উত্তর পাহাড়তলী মৌজার টিলা শ্রেণির ১৯৩ দাগের দেড় একরের বেশি পাহাড়ের মালিক ১৬ জন। এদের কাছ থেকে বায়নাসূত্রে মালিকানা নিয়ে আকবর হোসেন খোকন পাহাড় কেটে চলাচলের রাস্তা নির্মাণ করছিলেন।’ 

তিনি আরও বলেন, অভিযানের পর পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ অধিদপ্তরকে আকবর শাহ থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। 

এই বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো কোনো এজাহার পাইনি। এজাহার পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত